শনিবার ২২ নভেম্বর ২০২৫
৮ অগ্রহায়ণ ১৪৩২
লাকসামে ব্যাটারিচালিত অটোরিকশা ও মিশুকের নৈরাজ্যের বিরুদ্ধে মানববন্ধন
সৈয়দ মুজিবুর রহমান দুলাল
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১২:০৫ এএম |


কুমিল্লার লাকসামে শুক্রবার (২১ নভেম্বর) অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা ও মিশুকের নৈরাজ্যের বিরুদ্ধে লাকসামের নাগরিক সমাজ মানববন্ধন করেছেন।
ওইদিন বিকেলে পৌরশহরের দৌলতগঞ্জ রেলওয়ে স্টেশন জামে মসজিদ প্রাঙ্গণে পাঁচ দফা দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আনোয়ারুল আজিম, সচেতন নাগরিক ও দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী সনজিত ভৌমিক, মোহাম্মদ সেলিম, ফয়সাল মাহমুদ, ছাত্র প্রতিনিধি মেজবাহ্ উদ্দিন সিয়াম, ভোক্তভূগী-শাহাদাত হোসেন সোহান প্রমূখ।
মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা বলেন, লাকসাম পৌর শহরের ব্যাটারিচালিত অটোরিকশা ও মিশুকের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পয়েছে। বর্তমানে এই ছোট্ট একটি শহরে কমপক্ষে পাঁচ থেকে ছয় হাজার ব্যাটারিচালিত অটোরিকশা ও মিশুক রয়েছে।
ওইসব অটোরিকশা ও মিশুকের অধিকাংশ চালকই অপ্রাপ্তবয়স্ক এবং অদক্ষ। ফলে তারা নিয়মনীতির তোয়াক্কা না করে বেপরোয়া গতিতে সড়কে দাবড়িয়ে বেড়ায়। এতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনাসহ প্রাণহানী। এ ছাড়াও যত্রতত্র পার্কিংয়ের ফলে শহরের দৌলতগঞ্জ বাজারে তীব্র যানজটের সৃষ্টি করছে।
বক্তারা আরো বলেন, গত মঙ্গলবার ১৮ নভেম্বর দুপুরে পৌরশহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় দু'জন মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে সার বোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহাদাত হোসেন স্বাধীন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।  গুরুতর আহত অপর যুবকের শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া, গত তিনমাসে ব্যাটারী চালিত এসব মিশুক-অটোরিকশা দুর্ঘটনার কারণে কমপক্ষে ১৪ থেকে ১৫ জনের প্রাণহানী ঘটেছে। আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক।
মানববন্ধনে বক্তারা ওইসব ব্যাটারিচালিত অটোরিকশা ও মিশুকের নৈরাজ্যের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি দাবি জানান।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
১০৭ বছর আগে প্রতিদিনই ভূমিকম্প হয়েছে কুমিল্লায়
সর্বোচ্চ ঝাঁকুনিতেকাঁপলো দেশ
কুমিল্লায় ভূমিকম্পে আতঙ্ক
ছুটির দিনে মাংস খাওয়া হলো না বাবা-ছেলের, মর্গে মিলল লাশ
লাকসামে বহুতল ভবনগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আমি ভেসে আসা কিংবা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো লোক না: হাজী ইয়াছিন
শঙ্কায় শুরু,স্বস্তিতে সমাপ্তি
আমাকে একটিবার সুযোগ দিন, হতাশ করব না- মনির চৌধুরী
লালমাইয়ে বিএনপি নেতৃবৃন্দের সাথে আবদুল গফুর ভূঁইয়ার মতবিনিময় সভা
চাচাতো ভাই গ্রেফতার হলেও মীম হত্যার কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২