শনিবার ২২ নভেম্বর ২০২৫
৮ অগ্রহায়ণ ১৪৩২
২৮ জেলে-মাঝিসহ ট্রলার নিয়ে গেছে ভারতের কোস্টগার্ড
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১২:০৪ এএম |


কক্সবাজারের কুতুবদিয়ার ২৮ জেলে-মাঝিমাল্লাসহ একটি মাছ ধরার ট্রলার নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। গত ১৩ নভেম্বর রাতে কুতুবদিয়া উপজেলার মলমচর এলাকা থেকে বঙ্গোপসাগরে রওনা দিলে ঘন কুয়াশায় ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ভারতের জলসীমায় প্রবেশ করে। এ সময় দেশটির কোস্টগার্ড তাদের ধরে নিয়ে যায়।
কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের নজর আলী মাতবরপাড়ার এফবি আদিব-২ ফিশিং ট্রলারের মালিক নজরুল ইসলাম খবরটি নিশ্চিত করেছেন। এ নিয়ে বৃহস্পতিবার রাতে কুতুবদিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। থানার ওসি মোহাম্মদ আরমান হোসেন বলেন, জেলে নিখোঁজের বিষয়ে থানায় একটি ডায়েরি করা হয়েছে। আইনি পদক্ষেপ নেওয়া হবে।
ভারতে আটক বাংলাদেশি জেলে-মাঝিমাল্লা হলেন– দক্ষিণ ধুরুং ইউনিয়নের জসিম উদ্দিন, নুরুল বশর, মোহাম্মদ শাহীন, তারেক মুহাম্মদ নওশাদ, আতিকুর রহমান, শাহাব উদ্দিন, মোহাম্মদ জসিম উদ্দিন, মামুনুর রশিদ, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ শহিদুল্লাহ, নুরুল ইসলাম, জোবাইদুল হক, আলী আকবর ডেইল ইউনিয়নের জকির আলম, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ তুহিন আলম, মোহাম্মদ মোজাহেদ, শাহেদুল ইসলাম, মোহাম্মদ আজিজুর রহমান, উত্তর ধুরুং ইউনিয়নের হাফিজুর রহমান, লেমশীখালী আবুল বশর, মোহাম্মদ নাজেম উদ্দিন, এনামুল হক, মোহাম্মদ শরীফ, রবিউল হাছান, কৈয়ারবিল ইউনিয়নের ওমর ফারুক, মোহাম্মদ রাশেদুল ইসলাম, আকতার হোছাইন ও নজরুল ইসলাম।
কুতুবদিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ও ফিশিং বোট মালিক সমিতির প্রতিনিধি মো. জয়নাল আবেদীন জানান, গত ১৩ নভেম্বর সকালে কুতুবদিয়া উপজেলার মলমচর এলাকা থেকে ট্রলারটি যাত্রা করে। ১৯ নভেম্বর রাতে ২৮ মাঝিমাল্লাসহ ভারতীয় কোস্টগার্ডের হাতে আটকের বিষয়টি জানতে পারেন তাদের পরিবার সদস্যরা। তারা জেলে ও ট্রলার উদ্ধারে সরকারের সহযোগিতা কামনা করেন। মাঝিমাল্লার পরিবার সূত্রে জানা যায়, আটকরা বর্তমানে ভারতের নারায়ণপুর কান্দিব থানা হেফাজতে রয়েছেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
১০৭ বছর আগে প্রতিদিনই ভূমিকম্প হয়েছে কুমিল্লায়
সর্বোচ্চ ঝাঁকুনিতেকাঁপলো দেশ
কুমিল্লায় ভূমিকম্পে আতঙ্ক
ছুটির দিনে মাংস খাওয়া হলো না বাবা-ছেলের, মর্গে মিলল লাশ
লাকসামে বহুতল ভবনগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আমি ভেসে আসা কিংবা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো লোক না: হাজী ইয়াছিন
শঙ্কায় শুরু,স্বস্তিতে সমাপ্তি
আমাকে একটিবার সুযোগ দিন, হতাশ করব না- মনির চৌধুরী
লালমাইয়ে বিএনপি নেতৃবৃন্দের সাথে আবদুল গফুর ভূঁইয়ার মতবিনিময় সভা
চাচাতো ভাই গ্রেফতার হলেও মীম হত্যার কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২