কুমিল্লার
লালমাইয়ে মো: ইকবাল হোসেন (৩৬) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে
যৌথ বাহিনী। আটককৃত ইকবাল হোসেন উপজেলার শাসনপাড় গ্রামের মৃত
মো:আক্তাউজ্জামানের ছেলে।
লালমাই থানা ও সেনা ক্যাম্প সুত্রে জানাজায়,
শনিবার দিবাগত-রাত ৯টার দিকে উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের শাসনপাড়
গ্রামে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী বিশেষ অভিযান
পরিচালনা করে। এসময় আটককৃত ব্যক্তির দেহ ও বসত বাড়ি তল্লাসি করে ৫০ পিস
ইয়াবা ও মাদক বিক্রির ৪৯ হাজার ৮ শ টাকা উদ্ধার করা হয়।
যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সে প্রথমে নিজ বাড়ির ভেতরে পালিয়ে লুকিয়ে পড়ে। পরে সার্চ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালমাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
লালমাই
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহীদুল ইসলাম জানান আটককৃত ব্যক্তির
বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রেকর্ড করা হয়েছে। রবিবার ১৬
নভেম্বর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ হয়েছে।
