নিজস্ব
প্রতিবেদক: চলতি নভেম্বর মাসে দেশে একটি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে
জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ঘূর্ণিঝড়টি মাসের মাঝামাঝি না শেষের দিকে
আঘাত হানবে, সে বিষয়ে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। আবহাওয়ার পূর্বাভাসে বলা
হয়েছে, নভেম্বর মাসে বঙ্গোপসাগরে দু-তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার
মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
পূর্বাভাসে আরও বলা
হয়েছে, চলতি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। দিন ও
রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। দেশের কোথাও কোথাও এবং নদী
অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা অথবা মাঝারি ধরনের কুয়াশা পড়তে
পারে। দেশের প্রধান নদ-নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।
এদিকে
চার দিনের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৯টা থেকে
পরের ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক
থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং
দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।
আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে
পরের ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক
থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং
দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
পরদিন বৃহস্পতিবার সকাল ৯টা থেকে
পরের ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক
থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে
পারে।
এ ছাড়া শুক্রবার সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক
মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং
দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
