কুমিল্লার
ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য
হয়েছেন শিদলাই গ্রামের কৃতি সন্তান ক্যাপটেন মেরিন জিয়াউল হাসান মাহমুদ।
তিনি সাবেক সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম এডভোকেট আমীর
হোসেন এবং কুমিল্লা ফয়জুন্নেসা স্কুলের সাবেক প্রধান শিক্ষক মরহুম আর কিউ
কানিজে জোবেদার সুযোগ্য পুত্র। তিনি রবিবার (৯ নভেম্বর) দুপুরে শিক্ষা
প্রতিষ্ঠানের অনুকূলে সরকার কর্তৃক নির্ধারিত নিয়মকানুন মেনে বিদ্যালয়ের
আজীবন দাতা সদস্য হওয়ার জন্য নির্ধারিত অর্থের পে-অর্ডার রশিদ ও প্রয়োজনীয়
কাগজপত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল হক ভূইয়ার কাছে জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের
সাবেক সদস্য আব্দুল মতিন, একই কলেজের প্রভাষক রেজাউল করিম, আশরাফ মাধ্যমিক
বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মো. মাজেদুল ইসলাম, আবুল কাইয়ুম, শিদলাই
ইউনিয়ন পরিষদের সদস্য নাসির উদ্দীন, সৌদি আরব প্রবাসী মাইদুল ইসলাম,
ব্যবসায়ী বিল্লাল হোসেন, হুমায়ুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ক্যাপটেন মেরিন জিয়াউল হাসান মাহমুদ বলেন, আমি এই বিদ্যালয়ের সঙ্গে
পারিবারিকভাবে ও আবেগগতভাবে যুক্ত। শিক্ষার মানোন্নয়নে ও ভবিষ্যৎ প্রজন্মের
কল্যাণে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করতে চাই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মো. মমিনুল হক ভূইয়া বলেন, ক্যাপ্টেন মেরিন জিয়াউল হাসান মাহমুদ বিদ্যালয়ের
আজীবন দাতা সদস্য হওয়ায় জন্য শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে সরকার কর্তৃক
নির্ধারিত নিয়মকানুন মেনে নির্ধারিত অর্থের পে-অর্ডার রশিদ ও প্রয়োজনীয়
কাগজপত্র জমা দিয়েছেন। বিদ্যালয় পরিচালনা কমিটির আগামী সভায় উপস্থাপন করে
রেজুলেশন করা হবে। তার সহযোগিতা বিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখবে।
