সোমবার ১০ নভেম্বর ২০২৫
২৬ কার্তিক ১৪৩২
আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের প্রেসিডিয়াম সদস্য মনোনীত পীর মুফতী ছৈয়দ আবুবকর সিদ্দিকী নোমানী আল হাছানী
গাজী জাহাঙ্গীর আলম জাবির
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১২:১৭ এএম |


আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হিসেবে মনোনীত হয়েছেন উত্তরগ্রাম আঞ্জুমানে হাছানীয়া দরবার শরিফের পীর মুফতী ছৈয়দ আবুবকর সিদ্দিকী নোমানী আল হাছানী। এ উপলক্ষে তিনি আল্লাহ তায়ালার নিকট কৃতজ্ঞতা প্রকাশ ও সংগঠনের শীর্ষ নেতৃত্বের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
পীর নোমানী আল হাছানী বলেন,“আমি সন্তুষ্ট হয়েছি- আল্লাহ জাল্লা জালালুহু আমার রব, ইসলাম আমার ধর্ম, এবং মুহাম্মদ(সা:)  আমার নবী ও রাসূল। আমি আরও সন্তুষ্ট- যে, আল্লাহ জাল্লা জালালুহুর ওলিদের (আওলিয়া ও মাশায়িখদের) পথই আমার নূর ও দিশা।”
তিনি আরও বলেন,“আমি আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের ঐক্যবদ্ধ সংগঠনকে আমার আদর্শ ও শিক্ষালয় হিসেবে গ্রহণ করেছি। আমাকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে মনোনীত করায় সংগঠনের মাননীয় চেয়ারম্যান ও মহাসচিব মহোদয়সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।”
পীর ছৈয়দ আবুবকর সিদ্দিকী নোমানী আল হাছানী দোয়া করে বলেন,“আল্লাহ তায়ালা যেন আমাকে তাঁর ও তাঁর রাসূল হাবিবে মোস্তফা নুরে মুজাসসাম (সা:) এর ভালোবাসায় দৃঢ় রাখেন, আমার মাশায়িখ ও মুরশিদদের আনুগত্যে স্থির রাখেন এবং দীনের খিদমতে তাওফিক দান করেন। তিনি যেন আমাদের জামা‘আত, মাশায়িখ ও নেতৃত্বকে খায়ের, বরকত ও চিরন্তন নূরের ছায়ায় রাখেন।”
উল্লেখ্য, পীর মুফতী ছৈয়দ আবুবকর সিদ্দিকী নোমানী আল হাছানী দীর্ঘদিন ধরে কুমিল্লার বুড়িচং উপজেলার উত্তরগ্রাম আঞ্জুমানে হাছানীয়া দরবার শরিফ থেকে ইসলামী শিক্ষা, দাওয়াত ও সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
লাকসামে দোলার প্রচারণায় হামলা
পরিকল্পিত নৈরাজ্যের অভিযোগ
অক্টোবরে দ্বিগুন হয়েছে নারী ও শিশু নির্যাতন মামলা
সেই সড়কের সংস্কার কাজ শুরু
ভারতীয় আধিপত্য ও ফ্যাসিবাদ মুক্ত সংসদ চাই: হাসনাত আব্দুল্লাহ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লাকে দেশের অন্যতম মহানগরীতে রুপান্তর করা হবে-মনির চৌধুরী
হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবীতে পূবালী চত্বরে সমর্থকদের অবস্থান
কুমিল্লায় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৩
কুমিল্লায় ‘রাষ্ট্রবিরোধী’ কর্মকাণ্ডের অভিযোগে ৪৫ জন আটক
বুড়িচংয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২