আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হিসেবে মনোনীত হয়েছেন উত্তরগ্রাম আঞ্জুমানে হাছানীয়া দরবার শরিফের পীর মুফতী ছৈয়দ আবুবকর সিদ্দিকী নোমানী আল হাছানী। এ উপলক্ষে তিনি আল্লাহ তায়ালার নিকট কৃতজ্ঞতা প্রকাশ ও সংগঠনের শীর্ষ নেতৃত্বের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
পীর নোমানী আল হাছানী বলেন,“আমি সন্তুষ্ট হয়েছি- আল্লাহ জাল্লা জালালুহু আমার রব, ইসলাম আমার ধর্ম, এবং মুহাম্মদ(সা:) আমার নবী ও রাসূল। আমি আরও সন্তুষ্ট- যে, আল্লাহ জাল্লা জালালুহুর ওলিদের (আওলিয়া ও মাশায়িখদের) পথই আমার নূর ও দিশা।”
তিনি আরও বলেন,“আমি আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের ঐক্যবদ্ধ সংগঠনকে আমার আদর্শ ও শিক্ষালয় হিসেবে গ্রহণ করেছি। আমাকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে মনোনীত করায় সংগঠনের মাননীয় চেয়ারম্যান ও মহাসচিব মহোদয়সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।”
পীর ছৈয়দ আবুবকর সিদ্দিকী নোমানী আল হাছানী দোয়া করে বলেন,“আল্লাহ তায়ালা যেন আমাকে তাঁর ও তাঁর রাসূল হাবিবে মোস্তফা নুরে মুজাসসাম (সা:) এর ভালোবাসায় দৃঢ় রাখেন, আমার মাশায়িখ ও মুরশিদদের আনুগত্যে স্থির রাখেন এবং দীনের খিদমতে তাওফিক দান করেন। তিনি যেন আমাদের জামা‘আত, মাশায়িখ ও নেতৃত্বকে খায়ের, বরকত ও চিরন্তন নূরের ছায়ায় রাখেন।”
উল্লেখ্য, পীর মুফতী ছৈয়দ আবুবকর সিদ্দিকী নোমানী আল হাছানী দীর্ঘদিন ধরে কুমিল্লার বুড়িচং উপজেলার উত্তরগ্রাম আঞ্জুমানে হাছানীয়া দরবার শরিফ থেকে ইসলামী শিক্ষা, দাওয়াত ও সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।
