নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার তিতাসে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনোয়ার সরকারের
‘নির্বাচনী কার্যালয়ে’ অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।বুধবার (৫ নভেম্বর)
দিবাগত রাত ১১টার দিকে তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রামে এ
ঘটনা ঘটে।
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী
মনোয়ার সরকার যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান বলে জানা গেছে। বেশ
কিছুদিন ধরে তিনি এলাকার প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নিজ গ্রামের
বাড়ির সামনে একটি টিনের ঘরকে ‘নির্বাচনী কার্যালয়’ হিসেবে ব্যবহার করছিলেন
তিনি। বুধবার রাতে ওই কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে
চাইলে তিতাস থানার ওসি খালেদ সাইফুল্লাহ বলেন, তাদের কাছ থেকে মৌখিক অভিযোগ
পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অত্যন্ত প্রত্যন্ত এলাকায় একটি
দরজাবিহীন টিনের চালা ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘরের ভেতরে একটি টেবিল
পুড়েছে। মনোয়ার সরকারের লোকজন জানিয়েছেন ঘরটি নির্বাচনী কার্যক্রমের জন্য
ব্যবহৃত হতো। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনোয়ার
সরকার অভিযোগ করে বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপির অন্য একটি
গ্রুপ এ কাজ করতে পারে। এ ঘটনায় আমরা থানায় মৌখিক অভিযোগ দিয়েছি। পুলিশ
ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর কুমিল্লার ১১টি
সংসদীয় আসনের মধ্যে ৯টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়। তবে
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে প্রার্থী দেয়নি বিএনপি। মনোয়ার সরকার ছাড়াও
ওই আসনে আরো বেশ কয়েকজন নেতা বিএনপির মনোনয়ন প্রত্যাশায় প্রচারণা চালিয়ে
যাচ্ছেন।
