কুমিল্লা-সিলেট
মহাসড়কের ময়নামতি, দেবপুর, রামপুর পোস্ট অফিস ও কংশনগর এলাকায় বিক্ষোভ
মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করেছেন মনোনয়ন বঞ্চিত হাজী এটিএম মিজানুর
রহমান চেয়ারম্যানের কর্মী-সমর্থকরা। বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টা থেকে
দুপুর ১টা পর্যন্ত কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি ও
অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় ২ কিলোমিটার
জুড়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও ৩১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ
করা হয়। কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও পরিবহন শ্রমিকরাও
অংশ নেন। এতে মহাসড়কের দুই পাশে প্রায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র
যানজটের সৃষ্টি হয়।
বক্তারা বলেন, হাজী এটিএম মিজানুর রহমান একজন ত্যাগী
ও পরীক্ষিত নেতা। দলের সংকটকালেও তিনি কর্মীদের পাশে ছিলেন। তিনি
একাধিকবার নির্বাচনে অংশ নিয়েছেন এবং দুইবার নির্বাচিত হয়েছেন। ২০১৮ সালের
নির্বাচনে তিনি মনোনয়নপত্র পেয়েও অধ্যাপক মো. ইউনুসের পক্ষে কাজ করেছেন।
বক্তারা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
আলমগীরের প্রতি আহ্বান জানান- কুমিল্লা-৫ আসনে মনোনয়ন বিষয়ে পুনর্বিবেচনা
করে হাজী এটিএম মিজানুর রহমানকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করার জন্য।
এছাড়া
ময়নামতি ইউনিয়নের সাহেবের বাজার, ফরিজপুর, ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর
বাজার ও ভারেল্লা বাজারে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়।
এসময়
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ক্রীড়া সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল
আউয়াল, ভারেল্লা উত্তর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল কাইয়ূম,
ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, সিনিয়র
সহসভাপতি মনিরুজ্জামান খোকন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুন্দর আলী,
সদস্য মোঃ জামাল খান মেম্বার, আব্দুর রহমান, যুবদলের সাধারণ সম্পাদক
নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক ডা. কামাল হোসেন খান, মোঃ মোছলেম উদ্দিন,
মনির হোসেন, মহি উদ্দিন, মাহাবুব আলম, হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য
সচিব বাবুল হোসেন, সদস্য আলী হোসেন, কৃষক দলের সভাপতি আনিসুল ইসলাম,
সাধারণ সম্পাদক কামাল হোসেন,উপজেলা জাসাসের সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম,
প্রচার সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন, শ্রমিক দলের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ
সম্পাদক আজাদ হোসেন, ছাত্র দলের সভাপতি মনিরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি
ইব্রাহিম খলিল সুজন, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান,তাতীদলের আহবায়ক আবু
তাহের, সদস্য সচিব ডা. মাহাবুব আলম প্রমূখ। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের
বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
ময়নামতিতে উপস্থিত ছিলেন
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আমিনুল ইসলাম মেম্বার, উপজেলা
বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন বিএনপি সভাপতি অধ্যাপক মোঃ সালাহ
উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর
রশিদ মেম্বার, যুগ্ম সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, ধনু মিয়া মেম্বার, বিএনপি
নেতা আবুল কালাম এবং ভারেল্লা উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ
আমিনুল ইসলাম বাহাদুর মেম্বার, সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল কাইয়ূম, ছাত্র
দলের সভাপতি মোঃ কাউসার, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন প্রমূখ। এসময়
বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী উপস্থিত ছিলেন।
