শনিবার ৮ নভেম্বর ২০২৫
২৪ কার্তিক ১৪৩২
বিএনপির মনোনয়ন বঞ্চিত হাজী ইয়াছিন সমর্থকদের মশাল মিছিল
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১২:৫৭ এএম আপডেট: ০৫.১১.২০২৫ ১:০৯ এএম |



  বিএনপির মনোনয়ন বঞ্চিত  হাজী ইয়াছিন  সমর্থকদের  মশাল মিছিলনিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় মশাল মিছিল করেছে কুমিল্লা-৬ আসনের মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা নগরের ধর্মসাগর পাড় থেকে মশাল মিছিলটি শুরু হয়। পরে তা নগরের কান্দিরপাড়, পূবালী চত্ত্বর, লিবার্টি চত্ত্বর, মনোহরপুর ঘুরে ফিরে আসে পূবালী চত্ত্বরে। সেখানেই ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে নেতাকর্মী ও সমর্থকরা।
জানা গেছে, সোমবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে ২৩৭ জন সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীর নাম ঘোষণা করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে কুমিল্লা-৬ আসনে ঘোষণা করা হয় সাবেক হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর নাম। এরপর থেকেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে কুমিল্লায়। ওইদিনই তাৎক্ষণিক কুমিল্লা নগরে টায়ার চালিয়ে বিক্ষোভ করে নেতা কর্মীরা পরে রাত ১২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ অবরোধ করে রাখে। 
নেতাকর্মীরা জানিয়েছেন- হাজী আমিন উর রশিদ ইয়াসিনকে মনোনয়ন ফিরিয়ে দেয়ার আগ পর্যন্ত কুমিল্লায় বিক্ষোভ চলমান থাকবে।
হাজী ইয়াছিন সমর্থক ছাত্রদল নেতা গোলাম মোস্তফা জানান, গত ১৫ বছরে মামলা হামলায় জর্জরিত কুমিল্লা -৬ আসনের নেতাকর্মীদের পাশে ইয়াছিন ভাই সবসময় ছিলেন। আমরা চাই বিএনপি থেকে তিনিই কুমিল্লা-৬ আসনে নির্বাচন করবেন। 
যুবদল নেতা আকরামুল ইসলাম বলেন, মামলা হামলায় নির্যাতিত নেতা কর্মীদের পাশে হাজী ইয়াসিন সবসময় ছিলেন। গত ১৫ বছরে রাজনৈতিক নির্যাতন সহ্য করে বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তিনি। আমরা চাই বিএনপি ইয়াছিন ভাইকেই মনোনয়ন দেবেন। 
এ সময় নেতাকর্মীরা অবৈধ নোমিনেশন মানিনা মানবো না, টাকা খেয়ে নোমিনেশন মানি না মানবো না, তুমি কে আমি কে, ইয়াছিন ইয়াছিন স্লোগান দেয়। 
উল্লেখ্য, কুমিল্লা ৬ আসন পূর্বে শুধু কুমিল্লা সদর ও সিটি কর্পোরেশন এলাকায় বিস্তৃত ছিল। কিন্তু তার সঙ্গে এবার যুক্ত করা হয় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলাকে। এবার বিএনপির মনোনয়ন প্রাপ্ত সাবেক হুইপ মনিরুল হক চৌধুরী কুমিল্লা-১০ (সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য ছিলেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পাপন পাল গ্রেপ্তার
দোষ আমার একটাই চাঁদাবাজি করি না
তারেক রহমান দেশের নেতৃত্ব নিতে প্রস্তুত
গাছে বেঁধে দুই যুবক নির্যাতনের দায়ে ২মাতব্বর কারাগারে
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুমিল্লা জেলা ও মহানগর বিএনপির আলোচনা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আমাকে একবার পরীক্ষা করে দেখুন; আমার দ্বারা কারও কোন ক্ষতি হবে না -মনিরুল হক চৌধুরী
নেতা-কর্মীদের শুভেচ্ছায় সিক্ত মনির চৌধুরী
হাজী ইয়াছিনের মনোনয়ন প্রত্যাশায় রোজা ও গণ-ইফতার
হোমনায় সেলিম ভূইয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল, কুশপুত্তলিকা দাহ
আজজাতীয় বিপ্লব ও সংহতি দিবস
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২