নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় মশাল মিছিল করেছে কুমিল্লা-৬ আসনের মনোনয়ন বঞ্চিত
বিএনপি নেতা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যায়
কুমিল্লা নগরের ধর্মসাগর পাড় থেকে মশাল মিছিলটি শুরু হয়। পরে তা নগরের
কান্দিরপাড়, পূবালী চত্ত্বর, লিবার্টি চত্ত্বর, মনোহরপুর ঘুরে ফিরে আসে
পূবালী চত্ত্বরে। সেখানেই ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে নেতাকর্মী ও সমর্থকরা।
জানা
গেছে, সোমবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে ২৩৭ জন সম্ভাব্য মনোনয়ন
প্রত্যাশীর নাম ঘোষণা করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে
কুমিল্লা-৬ আসনে ঘোষণা করা হয় সাবেক হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা
মনিরুল হক চৌধুরীর নাম। এরপর থেকেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে কুমিল্লায়। ওইদিনই
তাৎক্ষণিক কুমিল্লা নগরে টায়ার চালিয়ে বিক্ষোভ করে নেতা কর্মীরা পরে রাত
১২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ অবরোধ করে রাখে।
নেতাকর্মীরা জানিয়েছেন- হাজী আমিন উর রশিদ ইয়াসিনকে মনোনয়ন ফিরিয়ে দেয়ার আগ পর্যন্ত কুমিল্লায় বিক্ষোভ চলমান থাকবে।
হাজী
ইয়াছিন সমর্থক ছাত্রদল নেতা গোলাম মোস্তফা জানান, গত ১৫ বছরে মামলা হামলায়
জর্জরিত কুমিল্লা -৬ আসনের নেতাকর্মীদের পাশে ইয়াছিন ভাই সবসময় ছিলেন।
আমরা চাই বিএনপি থেকে তিনিই কুমিল্লা-৬ আসনে নির্বাচন করবেন।
যুবদল
নেতা আকরামুল ইসলাম বলেন, মামলা হামলায় নির্যাতিত নেতা কর্মীদের পাশে হাজী
ইয়াসিন সবসময় ছিলেন। গত ১৫ বছরে রাজনৈতিক নির্যাতন সহ্য করে বিভিন্ন
আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তিনি। আমরা চাই বিএনপি ইয়াছিন ভাইকেই মনোনয়ন
দেবেন।
এ সময় নেতাকর্মীরা অবৈধ নোমিনেশন মানিনা মানবো না, টাকা খেয়ে
নোমিনেশন মানি না মানবো না, তুমি কে আমি কে, ইয়াছিন ইয়াছিন স্লোগান দেয়।
উল্লেখ্য,
কুমিল্লা ৬ আসন পূর্বে শুধু কুমিল্লা সদর ও সিটি কর্পোরেশন এলাকায়
বিস্তৃত ছিল। কিন্তু তার সঙ্গে এবার যুক্ত করা হয় কুমিল্লার সদর দক্ষিণ
উপজেলাকে। এবার বিএনপির মনোনয়ন প্রাপ্ত সাবেক হুইপ মনিরুল হক চৌধুরী
কুমিল্লা-১০ (সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য ছিলেন।
