বৃহস্পতিবার ৬ নভেম্বর ২০২৫
২২ কার্তিক ১৪৩২
বাইউস্ট ব্যবসায় প্রশাসন বিভাগ ও আইসিএমএবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১২:৪৭ এএম |



বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ব্যবসায় প্রশাসন বিভাগ এবং ইন্সটিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেন প্রফেসর ড. মো. তাহিদুর রহমান, ডিন, ফ্যাকাল্টি অফ বিজনেস। তিনি অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন, এই অংশীদারিত্ব শিক্ষার্থীদের পেশাদার দক্ষতা উন্নয়নে এবং একাডেমিক ও শিল্পক্ষেত্রের সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি মো. কাওছার আলম, ভাইস প্রেসিডেন্ট, আইসিএমএবি, তাঁর বক্তৃতায় বাংলাদেশের ক্রমবর্ধমান ব্যবসায়িক পরিবেশে দক্ষ ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। 
পরবর্তীতে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি, যিনি শিক্ষার্থীদের আধুনিক ব্যবসা ও হিসাববিজ্ঞানের চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পেশাদার ও ব্যবহারিক জ্ঞান অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আইসিএমএবি-এর সঙ্গে এই সমঝোতা শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং শিক্ষার নতুন সুযোগ উন্মোচন করবে।
বাইউস্টের পক্ষে রেজিস্ট্রার লে. কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব:) এবং আইসিএমএবি এর পক্ষে বিশেষ অতিথি ভাইস প্রেসিডেন্ট মো. কাওছার আলম, এফসিএস, এফসিসিএ, এফসিএ (আইসিএইডব্লিউ), এফসিএমএ এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠান শেষে “বাংলাদেশে পেশাদার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং শিক্ষা: ব্যবসায় প্রশাসন শিক্ষার্থীদের জন্য তাৎপর্য”শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটি পরিচালনা করেন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, এফসিএমএ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ সক্রিয়ভাবে এ সেমিনারে অংশগ্রহণ করেন।
সমাপনী বক্তব্যে ড. ফাতেমা জোহরা, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান, বলেন- “এই অনুষ্ঠান একাডেমিক ও প্রফেশনাল অ্যাকাউন্টিং-এর মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করেছে।” 
পরিশেষে তিনি আইসিএমএবি, সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আনন্দযাত্রা পরিণত হলো চিরবিদায়ে
কুমিল্লায় ক্ষোভের আগুনে জ্বলছে বিএনপি
কুমিল্লা-১০ আসনে রেলপথ ও মহাসড়ক আটকে বিক্ষোভ
বাংলাদেশ তালীমে হিযবুল্লাহ, বাংলাদেশ ইসলামি যুব কাফেলা ও বাংলাদেশ ইসলামি ছাত্র কাফেলা কুমিল্লা মহানগর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়
দেবিদ্বারে ভূয়া নির্বাচনে সমিতির কমিটি গঠন: তদন্ত কমিটি গঠন জেলা সমবায় অফিসের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শিশু মীমকে হত্যার পর জানাজা দাফনেও অংশ নেয় ঘাতক
বিএনপি নেতা এরশাদ উল্লাহর সঙ্গে গুলিবিদ্ধ সরোয়ার বাবলার মৃত্যু
বিএনপির মনোনয়ন বঞ্চিত হাজী ইয়াছিন সমর্থকদের মশাল মিছিল
চট্টগ্রামে বিএনপির প্রার্থী নির্বাচনী জনসংযোগে গুলিবিদ্ধ
রামমালা গ্রন্থাগার ডিজিটালাইজেশন উদ্যোগ নেওয়া হবে: তথ্য উপদেষ্টা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২