
কুমিল্লার
দেবিদ্বারে সরকারি নিবন্ধিত “গোল্ডেন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড”-এর
বিরুদ্ধে ভূয়া নির্বাচনের মাধ্যমে ব্যবস্থাপনা কমিটি গঠনসহ নানা অনিয়মের
অভিযোগ উঠেছে। এ ঘটনায় সমিতির ২৭ জন সদস্য জেলা ও উপজেলা সমবায় কর্মকর্তার
কাছে লিখিত অভিযোগ দাখিল করলে, কুমিল্লা জেলা সমবায় অফিস গত ৩ নভেম্বর দুই
সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে আগামী ১০ কর্মদিবসের
মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা সমবায় অফিস ও
সমিতির সদস্যদের সূত্রে জানা যায়, দেবিদ্বার গোল্ডেন বহুমুখী সমবায় সমিতি
লিমিটেড ২০১১ সালের ৯ জানুয়ারি সরকারের সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধন নিয়ে
কার্যক্রম শুরু করে। সমিতির নিবন্ধন নম্বর ১৯ এবং পরবর্তীতে ডিজিটাল
নিবন্ধন নম্বর হয় ০৩১৪। প্রতিষ্ঠার সময় সমিতির সদস্য সংখ্যা ছিল ৩২ জন।
সূত্র
জানায়, দীর্ঘদিন ভালোভাবে পরিচালিত হওয়ার পর ২০২৩ সালের ১৪ ডিসেম্বর
কাগজে-কলমে নামমাত্র একটি ভূয়া নির্বাচন দেখিয়ে সমিতির নতুন ব্যবস্থাপনা
কমিটি গঠন করেন সাবেক সভাপতি মোঃ তোফায়েল হায়দার। নির্বাচনের পূর্বে
সদস্যদের না জানিয়ে গোপনে জাল স্বাক্ষরের মাধ্যমে সদস্য সংখ্যা বাড়িয়ে ৫২
জন দেখানো হয়। নির্বাচনে পলাশ ভূঁইয়াকে সভাপতি ও নাছির উদ্দিন ও ফয়জুল
আমিনকে সদস্য দেখিয়ে একটি নির্বাচন কমিটি দেখানো হয়। পরে ওই কমিটির মাধ্যমে
তোফায়েল হায়দার সভাপতি, কাজী মোঃ আনিছুর রহমান সহ-সভাপতি ও মোঃ রাশিদুল
মনির খানকে সম্পাদক করে ছয় সদস্যের একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।
কিন্তু
নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত দুই সদস্য নাছির উদ্দিন ও মোঃ ফয়জুল আমিন
জানিয়েছেন, “এ বিষয়ে আমরা কিছুই জানি না, আমাদের স্বাক্ষর জাল করা হয়েছে।”
তারা লিখিতভাবে উপজেলা সমবায় কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছেন। নির্বাচিত
কমিটির সদস্য কাজী মহিউদ্দিন হাসান ও আব্দুল্লাহ আল মামুনও অভিযোগ
করেন—“আমাদের অজান্তে নির্বাচনের নামে জালিয়াতি হয়েছে।”
সমিতির সদস্য
নাজমুল হাসান সরকার, আবদুল হালিম, রুহুল আমিন খান ও খায়রুল আমিন বলেন,
“সভাপতি তোফায়েল হায়দার সমিতির সদস্যদের সঙ্গে প্রতারণা করেছেন। তিনি অর্থ
আত্মসাতের উদ্দেশ্যে গোপনে ভূয়া নির্বাচন আয়োজন করেছেন। প্রায় দুই বছর ধরে
সমিতির মাসিক বা বার্ষিক কোনো সভা হয়নি, সদস্য ফিও তোলা বন্ধ।”
অভিযোগের
বিষয়ে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন হাসান বলেন, “অভিযোগের পর
জেলা অফিস থেকে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা বিষয়টি খতিয়ে
দেখছেন।”
অভিযুক্ত সভাপতি মোঃ তোফায়েল হায়দার সাংবাদিকদের প্রশ্নে বলেন,
“কমিটি গঠন করা হয়েছে, আমি বর্তমানে অসুস্থ, পরে বিস্তারিত জানাবো।” এরপর
তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।
কুমিল্লা জেলা সমবায় অফিসার মোঃ সালমান
ইকবাল বলেন, “দেবিদ্বার গোল্ডেন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্যদের
অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রতিবেদন দিলে তার
ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
