বৃহস্পতিবার ৬ নভেম্বর ২০২৫
২২ কার্তিক ১৪৩২
মনোনয়ন না পেয়েও দলীয় প্রচারণায় মাঠে সরব বিএনপি নেতা শাওন
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১২:৩৫ এএম |


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে ২৩৭ টি আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী তালিকা ঘোষণা করেছে দলটি। ওই তালিকায় কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে মনোনীত প্রার্থীর নামের স্থান ফাঁকা রাখা হয়। এতে উপজেলা বিএনপি’র নেতা-কর্মীরা কিছুটা হতাশ হলেও দলীয় প্রচারণায় থেমে নেই উপজেলা বিএনপি সভাপতি মো. আতিকুল আলম শাওন। 
সোমবার (৩ নভেম্বর) বিএনপি প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করার একদিন পর বুধবার (৫ নভেম্বর) প্রচারণায় নামেন উপজেলা বিএনপি সভাপতি মো. আতিকুল আলম শাওন ও তার নেতাকর্মীরা। রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনগণের মাঝে লিফলেট বিতরণ কর্মসূচী অব্যাহত রাখেন তিনি।
বুধবার বিকেলে কুমিল্লা উত্তর জেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি মো. আতিকুল আলম শাওন এর নেতৃত্বে কয়েকশ নেতা-কর্মী উপজেলার বরকইট ইউনিয়নের খিরাসার-মোহনপুর গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ওই লিফলেট বিতরণ করা হয়। এসময় দলীয় শ্লোগান দিয়ে মিছিল করে নেতা-কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী আরশাদ, পৌর বিএনপি যুগ্ম আহবায়ক সহিদুজ্জামান সরকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা যুবদল দপ্তর সম্পাদক কেএম জামাল, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক শাহজাহান মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পি, জেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, বরকইট ইউনিয়ন বিএনপি সভাপতি হারুনুর রশিদ মেম্বার, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল খাঁন, কেরণখাল ইউনিয়ন বিএনপি সভাপতি রুহুল কুদ্দুস মাহিন, মাইজখার ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সালাউদ্দিন সেলিম, উপজেলা যুবদল সাবেক সভাপতি লোকমান হোসেন শাহজাহান, স্বেচ্ছাসেবক দল ওমান শাখার সভাপতি জাহাঙ্গীর খাঁন, উপজেলা ছাত্রদল আহবায়ক শরীফ খাঁন, সদস্য সচিব কাইয়ূম খান, পৌর ছাত্রদল আহবায়ক মাহবুবুল আলম দোলন, সদস্য সচিব হানিফ মুন্সি প্রমুখ। 














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আনন্দযাত্রা পরিণত হলো চিরবিদায়ে
কুমিল্লায় ক্ষোভের আগুনে জ্বলছে বিএনপি
কুমিল্লা-১০ আসনে রেলপথ ও মহাসড়ক আটকে বিক্ষোভ
বাংলাদেশ তালীমে হিযবুল্লাহ, বাংলাদেশ ইসলামি যুব কাফেলা ও বাংলাদেশ ইসলামি ছাত্র কাফেলা কুমিল্লা মহানগর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়
দেবিদ্বারে ভূয়া নির্বাচনে সমিতির কমিটি গঠন: তদন্ত কমিটি গঠন জেলা সমবায় অফিসের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শিশু মীমকে হত্যার পর জানাজা দাফনেও অংশ নেয় ঘাতক
বিএনপি নেতা এরশাদ উল্লাহর সঙ্গে গুলিবিদ্ধ সরোয়ার বাবলার মৃত্যু
বিএনপির মনোনয়ন বঞ্চিত হাজী ইয়াছিন সমর্থকদের মশাল মিছিল
চট্টগ্রামে বিএনপির প্রার্থী নির্বাচনী জনসংযোগে গুলিবিদ্ধ
রামমালা গ্রন্থাগার ডিজিটালাইজেশন উদ্যোগ নেওয়া হবে: তথ্য উপদেষ্টা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২