বিজিবি
কতৃক কুমিল্লা বুড়িচং ও ব্রাক্ষণপাড়া উপজেলার সীমান্তবর্তী ও কসবা এলাকা
হতে গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) অভিযান পরিচালনা করে প্রায় ১ কোটি ১৫ লক্ষ
৩৭ হাজার টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের শাড়ী এবং খাদ্য সামগ্রী জব্দ করা
হয়। এখানে বিশেষভাবে উল্লেখ্য, তন্মধ্যে প্রায় ৯৭ লক্ষ ৯২ হাজার টাকা
মূল্যের ভারতীয় উন্নতমানের শাড়ী এবং ১৭ লক্ষ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয়
খাদ্য সামগ্রী রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি।
এ
সময় তিনি আরও বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি থাকবে
সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী
এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে।
