মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫
২৭ কার্তিক ১৪৩২
কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলার উদ্বোধন
নতুন প্রজন্মের কাছে পরিচিত হবেন শচীন: জেলা প্রশাসক
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১:০৭ এএম আপডেট: ৩১.১০.২০২৫ ১:১৮ এএম |





 নতুন প্রজন্মের কাছে পরিচিত  হবেন শচীন: জেলা প্রশাসক নিজস্ব প্রতিবেদক।। উপমহাদেশের কিংবদন্তি সংগীতজ্ঞ শচীন দেব বর্মণকে স্মরণে কুমিল্লায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘শচীন মেলা’। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে নগরীর দক্ষিণ চর্থায় তাঁর পৈতৃক বাড়ির প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।
এর আগে বিকেল ৩টায় রাজগঞ্জ ইউসুফ হাই স্কুল থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শচীন দেব বর্মণের বাড়িতে গিয়ে শেষ হয়। র‌্যালিতে শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
তিনি বলেন, কুমিল্লার গর্বিত সন্তান শচীন দেব বর্মণকে আগামী প্রজন্মের কাছে পরিচিত করে তোলা এবং তাঁর সাংস্কৃতিক অবদান স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই আয়োজনের বিশেষ গুরুত্ব রয়েছে।” জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলার পরিধি আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ নুরুর রহমান খান ও অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক। আলোচক হিসেবে বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান ও লেখক-গবেষক প্রফেসর শান্তি রঞ্জন ভৌমিক।
শুভেচ্ছা বক্তব্য দেন জাসাস কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক মঞ্জরুল আলম ভূইয়া, শচীন গবেষক জাহাঙ্গীর আলম ইমরুল, সাংস্কৃতিক সংগঠক নাসির উদ্দীন ও সুরকার-গীতিকার জাবেদ আহম্মেদ কিসলুসহ অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার এটিএম কামরান হাসান, জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমীন, জাসাস কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক সিরাজুল ইসলাম মিলনসহ স্থানীয় সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনরা।
আলোচনা শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ বছর মেলায় ১৫টি দেশীয় ঐতিহ্যবাহী স্টল স্থাপন করা হয়েছে, যেখানে স্থানীয় হস্তশিল্প, বই, সাংস্কৃতিক ঐতিহ্য ও পণ্যসামগ্রীর প্রদর্শনী চলছে। দুই দিনব্যাপী মেলায় রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও শচীনগান পরিবেশনের বিশেষ আয়োজন।
উল্লেখ্য, ১৯০৬ সালের ১ অক্টোবর কুমিল্লার দক্ষিণ চর্থায় জন্মগ্রহণ করেন শচীন দেব বর্মণ। পরবর্তীতে কলকাতা ও ১৯৪৪ সালে মুম্বাইয়ে পাড়ি জমান তিনি। ভারতীয় উপমহাদেশের সংগীত জগতে কীর্তিমান শিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন শচীন দেব বর্মণ। সংগীত পরিচালনায় তাঁর অসামান্য অবদানের জন্য পেয়েছেন অসংখ্য সম্মাননা। ১৯৭৫ সালের ৩১ অক্টোবর তিনি পরলোকগমন করেন।
২০১৮ সাল থেকে তাঁর জন্ম ও প্রয়াণদিবস উপলক্ষে অক্টোবর মাসে কুমিল্লা জেলা প্রশাসন ‘শচীন মেলা’র আয়োজন করে আসছে। এবারের আয়োজনেও শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে সংগীত জগতের এই কিংবদন্তিকে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মেজর এম এ গণির ৬৮তম মৃত্যুবার্ষিকী আজ
নির্বাচনের কাউন্টডাউন শুরু, ৯০ দিনের মধ্যে ভোট
বিএনপির প্রার্থী তালিকা নিয়ে বিরোধ সামলাতে নিরপেক্ষ প্রতিষ্ঠানের যাচাই
দাউদকান্দিতে নিখোঁজের তিনদিন পর যুবকের মরদেহ উদ্ধার
লালমাইয়ে ৩ যুবলীগ নেতা গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
লাকসামে দোলার প্রচারণায় হামলা
সেই সড়কের সংস্কার কাজ শুরু
কুমিল্লায় স্বস্তি ফিরছে সবজির দামে
নির্বাচনের কাউন্টডাউন শুরু, ৯০ দিনের মধ্যে ভোট
কুমিল্লা মেডিকেল ও ঢাকার বাসায় গিয়েও আহত দোলার দেখা পাননি আবুল কালাম
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২