শনিবার ১ নভেম্বর ২০২৫
১৭ কার্তিক ১৪৩২
মুরাদনগরের রেদোয়ান আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত
মো. হাবিবুর রহমান, মুরাদনগর
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১২:০৫ এএম |


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন, কুমিল্লার মুরাদনগরের তরুণ ছাত্রনেতা মোঃ রেদোয়ান আহমেদ। তিনি সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
বর্তমানে সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্স শ্রেণির শিক্ষার্থী। ছাত্র রাজনীতির দীর্ঘ পথচলায় তার নিষ্ঠা, কর্মদক্ষতা এবং বলিষ্ঠ নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘোড়াশাল গ্রামের সন্তান মোঃ রেদোয়ান আহমেদ একটি শিক্ষক পরিবারের সদস্য। তার পিতা আবু জাহেদ মোল্লা ঘোড়াশাল হাজী মুকসত আলী গাউছিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক এবং মাতা তৌহিদা আখতার চাঁদ মিয়া মোল্লা ডিগ্রি কলেজের হিসাব সহকারী হিসেবে কর্মরত।
শিক্ষা জীবনে মোঃ রেদোয়ান আহমেদ ২০১৭ সালে ঘোড়াশাল ফাজিল মাদ্রাসা থেকে দাখিল এবং ২০১৯ সালে চাঁদ মিয়া মোল্লা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হন। ছাত্র রাজনীতির পাশাপাশি তিনি নিয়মিতভাবে পাঠাভ্যাস ও সাংগঠনিক কাজে সক্রিয়ভাবে যুক্ত থাকেন।
ইতিমধ্যে, দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা মোঃ রেদোয়ান আহমেদকে অভিনন্দন জানিয়ে তার সাফল্য কামনা করেছেন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নতুন দায়িত্বপ্রাপ্ত এই নেতার নেতৃত্বে সাংগঠনিক তৎপরতা ও নতুন উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।
মোঃ রেদোয়ান আহমেদ দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, ছাত্রদল চবি শাখার ঐতিহ্য ও আন্দোলনকে তিনি অত্যন্ত গৌরবের চোখে দেখেন। তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন যে, তিনি সংগঠনের নীতি, আদর্শ ও ছাত্রদের অধিকার রক্ষায় সম্পূর্ণ দায়িত্বশীল ভাবে কাজ করতে চান। এই নতুন সুযোগ তাকে সংগঠনের জন্য আরও অনুপ্রেরণা যোগাবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সংস্কার প্রস্তাব না মানা নতুন রাজনৈতিক সংকটের অপপ্রয়াস
কুমিল্লায় ঝটিকা মিছিলের পরআ.লীগ ছাত্রলীগযুবলীগের ১২ নেতা-কর্মী আটক
কুমিল্লা সীমান্তে ৬৮ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি-শাল জব্দ
ইসকন নিষিদ্ধের দাবিতে কুমিল্লায় মানববন্ধন
চান্দিনায় সৎ মাকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল হোতা আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে কুমিল্লায় ছাত্রলীগ–যুবলীগের ১২ নেতা-কর্মী আটক
দফায় দফায় পিটিয়ে,ড্রিল মেশিন দিয়ে নির্যাতন শেষে হাসপাতালে যেতেও বাঁধা
চান্দিনায় সৎ মাকে কুপিয়ে হত্যা
বুড়িচংয়ে কিশোরকে গাছেবেঁধে নির্যাতনের অভিযোগ
নতুন প্রজন্মের কাছে পরিচিত হবেন শচীন: জেলা প্রশাসক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২