কুমিল্লার
ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহবায়ক মোঃ
দেলোয়ার হোসেনের উপর হামলার ঘটনায় মানববন্ধন হয়েছে। শুক্রবার (৩১
অক্টোবর) সকালে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের প্রধান গেইটে এ মানব বন্ধন
অনুষ্ঠিত হয়েছে। মালাপাড়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আয়োজনে মানববন্ধনে
মালাপাড়া ইউনিয়নের এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ এলাকাবাসী
অংশগ্রহণ করেন। এর আগে গত বুধবার রাতে অলুয়া মাদ্রাসার সামনে হামলার ঘটনা
ঘটে। এসময় অলুয়া গ্রামের শেখ বাড়ির মোঃ আলী আহাম্মদের ছেলে মালাপাড়া
ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহবায়ক মোঃ দেলোয়ার হোসেনকে (২২) কুপিয়ে
মারাত্মক আহত করে। এ সময় দেলোয়ারের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে
পালিয়ে যায় হামলাকারীরা। এলাকাবাসী দেলোয়ারকে উদ্ধার করে প্রথমে
ব্রাহ্মণপাড়া সরকারি হাসপাতালে নিয়ে যায়। দেলোয়ারের অবস্থার অবনতি হলে তাকে
উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বর্তমানে দেলোয়ার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হামলাকে
কেন্দ্র করে মালাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহবায়ক মোঃ দেলোয়ার
হোসেনের উপর আওয়ামী সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা প্রধান গেইটে
মানববন্ধন করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি
অধ্যক্ষ মোঃ সেলিম, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম,
ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মেম্বার, ইউনিয়ন বিএনপির
যুগ্ম সাধারণসম্পাদক মোঃ শাহ জাহান মেম্বার, স্বেচ্ছাসেবক দলের
যুগ্মআহবায়ক মোঃ গাজী সাইদুল ইসলাম এমরান, মোঃ জামাল হোসেন রেজভী,
যুগ্মআহবায়ক মোঃ কবির হোসেন, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ
মাইনুদ্দিন ভূইয়া, মালাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ
সুজন,সিনিয়র যুগ্মআহবায়ক দেওয়ান হাবিব, যুগ্মআহবায়ক মোঃ আবু
তাহের,যুগ্মআহবায়ক মোঃ সুজন,শিদলাই ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মনির
হোসেন, চান্দলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ বিল্লাল হোসেন,
সাধারন সম্পাদক মোঃ সোহেল রানা, সাহেবাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ
সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য মোঃ সাইফুল ইসলামসহ
মালাপাড়া ইউনিয়নের সাধারণ মানুষ।
