দেশের
লক্ষাধিক ডিপ্লোমা মেডিকেলধারী গত ৪৬ বছর যাবৎ বৈষম্যের শিকার। গত ১৫ বছর
ধরে নিয়োগ বিধির অজুহাতে স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা বিভাগে তাদের
নিয়োগ বন্ধ রয়েছে। এই দুই বিভাগে ডিপ্লোমা মেডিকেলধারীদের শূন্য পদের
সংখ্যা ৫ সহস্রাধিক। সকল ডিপ্লোমাধারী পেশাজীবীরা দশম গ্রেডে বেতন পাচ্ছে।
অথচ ডিপ্লোমা মেডিকেলধারীরা ১১ তম গ্রেডে বেতন পাচ্ছে।
গতকাল শুক্রবার
কুমিল্লায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে ডিপ্লোমা চিকিৎসকদের ভূমিকা
শীর্ষক এক কর্মশালায় আলোচকগণ একথা বলেন। বিডিএমএ কুমিল্লা জেলার শাখা শহরের
একটি হোটেলে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন
ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন জাতীয় কমিটির সভাপতি ডিপ্লোমা ডাক্তার আবুল
কালাম আজাদ ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল
এসোসিয়েশনের মহাসচিব ডাক্তার এসএম মনিরুল ইসলাম সাদাফ।
আলোচনায় অংশ নিয়ে
বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন বিডিএমএ কুমিল্লা জেলা
শাখার সাধারণ সম্পাদক ডা. শামীমুল ইসলাম বাবুল। বুড়িচং উপজেলা পরিবার
পরিকল্পনা অফিসার মৃণাল কান্তি বড়ুয়া, চাঁদপুর জেলা বিডিএমএ সভাপতি ডা.
মো: শফিউল্লাহ, বিডিএমএ কুমিল্লা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ডা. আলহাজ্ব
মোঃ হুমায়ুন কবির মোল্লা প্রমুখ।
বক্তাগণ আরো বলেন চিকিৎসা সেবা জনগণের
সাংবিধানিক অধিকার। কিন্তু সেই সেবা নিশ্চিত করতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে।
প্রান্তিক জনগণের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে কাজ করছে ডিপ্লোমা
মেডিকেল ধারী ডাক্তারগণ। চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে
ডিপ্লোমাধারী ডাক্তারদের বাদ দিয়ে কোনভাবেই সম্ভব নয়। তাই ডিপ্লোমা মেডিকেল
ডাক্তারদের দীর্ঘকালের বঞ্চনা, বৈষম্য দূর করে স্বাস্থ্য খাতের
অব্যবস্থাপনা নিরসন করা অত্যাবশ্যক হয়ে পড়েছে।
