মুক্তিযুদ্ধের
অন্যতম সংগঠক সাবেক সংসদ সদস্য বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা,
গণমানুষের প্রিয় নেতা অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের ৩১ তম মৃত্যুবার্ষিকী
পালন করা হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার ৩১ অক্টোবর কুমিল্লার
লালমাই উপজেলার বাগমারা মহিলা কলেজ সংলগ্ন সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ,
কোরআন খতম, কবর জিয়ারত, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মরহুম
অধ্যক্ষ আবুল কালাম মজুমদার পেশায় ছিলেন একজন শিক্ষক। অবহেলিত জনপদে
শিক্ষার আলো ছড়াতে গড়ে তুলেছিলেন অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৯৪ সালের
৩১ অক্টোবর তিনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান।
অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন কালাম মজুমদার প্রতিষ্ঠিত লালমাই সরকারি কলেজের অধ্যক্ষ
অধ্যাপক আবুল হাছানাত মো: মাহবুবুর রহমান, সাবেক অধ্যক্ষ লালমাই ক্লাবের
সভাপতি অধ্যাপক আবদুল মমিন মজুমদার, লালমাই ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক
রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক অমর কৃষ্ণ বণিক মানিক, যুগ্ম সম্পাদক আবদুল
মোতালেব, ইঞ্জিনিয়ার আলী আকবর, এডভোকেট জাহাঙ্গীর আলম, সহযোগী অধ্যাপক আবু
মুসা, সোলাইমান চৌধুরী, এ টি এম আবুল কাশেম, আবদুল জলিল, দেলোয়ার হোসেন,
নিখাদ মজুমদার, অভি প্রমুখ। মরহুমের ভ্রাতুষ্পুত্র আমেরিকা প্রবাসী এমদাদুল
হক মজুমদার চাচার জন্য সকলের দোয়া কামনা করেন।
এছাড়া তাহার প্রতিষ্ঠিত
লালমাই সরকারি কলেজ, অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ, বাগমারা
বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
