লাকসামের
নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.
হুমায়ুন কবিরের অবসর উপলক্ষে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিদায়ী সংবর্ধনা
অনুষ্ঠিত হয়েছে।
ওইদিন বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই বিদায়ী
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার
(ইউএনও) নার্গিস সুলতানা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন
হেলাল'র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা
কর্মকর্তা মো. নাসির উদ্দিন এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য
মো. মিজানুর রহমান সেলিম।
বক্তারা বলেন, শিক্ষক হুমায়ুন কবির তাঁর
দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা, সততা ও মানবিকতার মাধ্যমে শিক্ষার্থীদের কাছে এক
অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিদায়ী শিক্ষক মো. হুমায়ুন কবিরকে
বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে বিদায়
জানানো হয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
