কুমিল্লার
চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে যাত্রীবেশী মাদক কারবারির
ট্রাভেল ব্যাগ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করে করেছে হাইওয়ে পুলিশ। ঘটনার
সাথে জড়িত থাকার সন্দেহে মো. মনির হোসেন নামে একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার
(৩০ অক্টোবর) রাত ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া বাজার এলাকায়
ঢাকাগামী একটি বাসে তল্লাসী চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মাদককারবারী মনির হোসেন খুলনা মহানগরীর দৌলতপুর থানার পশ্চিম সেনপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।
ইলিয়টগঞ্জ
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়- বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত অনুমান ৮টায়
মাধাইয়া স্টেশন এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী থেকে ছেড়ে
আসা ঢাকাগামী স্টার লাইন পরিবহনের (ঢাকা মেট্রো- ১৫-১৫৭৪) বাসে তল্লাসী
চালিয়ে মনির হোসেনকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাসী
করে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার
ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান- গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে
মাদকসহ তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদককারবারী ঘটনার সাথে
জড়িত থাকার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে চান্দিনা থানায় মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
