জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে গোসল করতে নেমে ডুবে মারা গেছে তিন শিশু। এখনো নিখোঁজ দুই শিশু।
শুক্রবার
বিকালে সিধুলি ইউনিয়নের চরভাটিয়ানী আমতলা এলাকায় আনার সরকারবাড়ীর ঘাটে এ
ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মাদারগঞ্জ মডেল থানার ওসি মো. সাইফুল্লাহ সাইফ।
মারা
যাওয়া শিশুরা হল- চর ভাটিয়ানি এলাকার প্রবাসী দুদু মিয়ার মেয়ে পলি আক্তার
(১২) ও ছেলে আবু হাসান (৮) এবং বাউসী এলাকার নুর ইসলামের মেয়ে সাবেরা
আক্তার (৮) ।
নিখোঁজ একই এলাকার কুলছুম ও বৈশাখী (১২) নামে দুই শিশু।
ওসি
সাইফুল্লাহ সাইফ বলেন, স্থানীয় একটি স্কুল মাঠে ফুটবল খেলা শেষে কয়েকজন
শিশু ঝিনাই নদীতে গোসল করতে নামে। এর মধ্যে পাঁচ শিশু ডুবে নিখোঁজ হয়। পরে
আরেকটি শিশু বাড়িতে খবর দিলে স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে।
খবর
পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা পর্যন্ত
তিন শিশুর মৃতদেহ উদ্ধার করা গেলেও আরো দুই শিশু নিখোঁজ রয়েছে।
জামালপুর
ফায়ার সার্ভিসের লিডার রফিকুল ইসলাম বলেন, রাতে উদ্ধার অভিযান বন্ধ করা
হয়েছে। শনিবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।
