শনিবার ১ নভেম্বর ২০২৫
১৭ কার্তিক ১৪৩২
সরবরাহ বাড়ায় দাম কমেছে সবজির
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১২:০২ এএম |



কয়েক মাস পর রাজধানীর বাজারে কমেছে সবজির দাম। বেশিরভাগ সবজির দামই এখন প্রতিকেজি ৫০ থেকে ৬০ টাকা। তবে গোল বেগুনের দাম এখনও ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। সবজির পাশাপাশি কমেছে ডিম ও মুরগির দামও। ডিমের দাম ডজনে কমেছে ৫ থেকে ১০ টাকা, আর মুরগির দাম কমেছে কেজিতে ১০ থেকে ২০ টাকা।
বিক্রেতারা বলছেন, এ সপ্তাহে বাজারে সবজির সরবরাহ বেড়েছে। তাই দাম কমেছে। আর দীর্ঘদিন পর দাম কমায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা।
রাজধানীর রায়সাহেব বাজার ও কাপ্তান বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি করলার দাম ৬০ টাকা, লাউ ৪০ থেকে ৫০ টাকা, বরবটি ৬০ টাকা, আলু ২০ টাকা, কাঁচা মরিচ ১৪০ থেকে ১৫০ টাকা, কলা ৩০ টাকা, চিচিঙ্গা, ঝিঙা, ধুন্দল, কাঁকরোল, ঢ্যাঁড়স ৫০ থেকে ৬০, পটোল ৬০, পেঁপে ২৫ থেকে ৩০ টাকা, কচুরমুখী ৪০ টাকা, শিম ৬০ টাকা, ঝালি কুমড়ো, ফুল কপি ও পাতা কপির পিস ৪০ টাকা। সাদা গোল বেগুন ও লম্বা ৬০ টাকা। টমেটো ১০০ থেকে ১২০ টাকা। আগের দামেই বিক্রি হচ্ছে চায়না গাজর ও দেশি গাজর। প্রতি কেজি চায়না গাজরের দাম ১৫০ টাকা, দেশি গাজর ৮০ টাকা।
রায় সাহেব বাজারের বিক্রেতা আবুল কালাম বলেন, ‘বাজারে এখন সবজির চালান বেড়েছে। দীর্ঘদিন পর বাজারে সকল সবজির দাম কমেছে। তবে গোল বেগুনের দাম বেশি। বাজারে গোল বেগুন কম এসেছে। সেজন্য দামটা বেশি।’
বাজারে সবজির দাম কম দেখে খুশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রমেশ মণ্ডল। তিনি বলেন, ‘৩ থেকে ৪ মাস সবজির দাম নাগালই পাওয়া যেতো না। একটা সবজি কিনলেই ১০০ টাকা শেষ হতো। কতো হিসাব করে চলতে হতো। এখন দাম কিছুটা কমেছে। পছন্দের সবজিগুলো এখন ৫০ থেকে ৬০ টাকা।’
সবজির দাম কমার প্রভাব পড়েছে মুরগি ও ডিমের বাজারে। এক সপ্তাহের ব্যবধানে ডজনপ্রতি ডিমের দাম কমেছে ৫ থেকে ১০ টাকা। ১৪০ টাকার লাল ডিমের ডজন ১৩০ থেকে ১৩৫ টাকা। ১৩০ টাকার সাদা ডিম ১২০ টাকা। সবচেয়ে বেশি কমেছে দেশি হাঁসের ডিমের দাম। বর্তমানে ১ হালি ডিমের দাম ৭০ টাকা।
বয়লার মুরগি কেজিতে ১০ টাকা এবং সোনালি মুরগি কেজিতে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে। বয়লার মুরগি ১৬০ থেকে ১৭০ টাকা ও সোনালি মুরগি জাতভেদে ২৬০ থেকে ৩০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির ডিমের দামও কমে ১৩০ টাকা ডজনে বিক্রি হচ্ছে। তবে গরুর মাংস আগের দাম ৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
রাজধানীর কাপ্তান বাজারের ডিম বিক্রেতা মো. স্বপন বলেন, ‘গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ডিমের দাম ডজনে ৫ থেকে ১০ টাকা কমেছে। ডিমের দাম কমা ও বাড়ার মধ্যেই থাকে।’
পেঁয়াজের দাম কিছুটা বাড়তি। ভালো মনের দেশি পেঁয়াজ কেজি ৮০ টাকার নিচে পাওয়া যায় না। তবে রসুনের বাজার অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিকেজি দেশি রসুন ১০০ থেকে ১২০ টাকা এবং আমদানি করা রসুন ১৬০ থেকে ১৮০ টাকা। আলু কেজিতে আরও পাঁচ টাকা কমে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি মসুর ডাল আগের বাড়তি দাম প্রতি কেজি ১৫৫ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সংস্কার প্রস্তাব না মানা নতুন রাজনৈতিক সংকটের অপপ্রয়াস
কুমিল্লায় ঝটিকা মিছিলের পরআ.লীগ ছাত্রলীগযুবলীগের ১২ নেতা-কর্মী আটক
কুমিল্লা সীমান্তে ৬৮ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি-শাল জব্দ
ইসকন নিষিদ্ধের দাবিতে কুমিল্লায় মানববন্ধন
চান্দিনায় সৎ মাকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল হোতা আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে কুমিল্লায় ছাত্রলীগ–যুবলীগের ১২ নেতা-কর্মী আটক
দফায় দফায় পিটিয়ে,ড্রিল মেশিন দিয়ে নির্যাতন শেষে হাসপাতালে যেতেও বাঁধা
চান্দিনায় সৎ মাকে কুপিয়ে হত্যা
বুড়িচংয়ে কিশোরকে গাছেবেঁধে নির্যাতনের অভিযোগ
নতুন প্রজন্মের কাছে পরিচিত হবেন শচীন: জেলা প্রশাসক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২