মঙ্গলবার ২৮ অক্টোবর ২০২৫
১২ কার্তিক ১৪৩২
জুলাই জাতীয় সনদের আইনী ভিত্তি না হলে ষড়যন্ত্রকারীরা সুযোগ পেয়ে যাবে -মাওলানা আবদুল হালিম
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১২:৩৬ এএম আপডেট: ২৮.১০.২০২৫ ১:৩১ এএম |


  জুলাই জাতীয় সনদের আইনী ভিত্তি না  হলে ষড়যন্ত্রকারীরা সুযোগ পেয়ে যাবে -মাওলানা আবদুল হালিম

চৌদ্দগ্রাম প্রতিনিধি: 
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে কুমিল্লার চৌদ্দগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী। সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবুল হাসনাত মোঃ আবদুল হালিম। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলাল হোসাইনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মু. শাহজাহান, উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, উপজেলা জামায়াত নেতা জয়নাল আবেদীন পাটোয়ারী, কাজী মোঃ ইয়াছিন, পৌরসভা জামায়াতের সেক্রেটারী মোশারফ হোসেন ওপেলসহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক জামায়াত-শিবির নেতাকর্মী। মিছিলটি চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠ থেকে শুরু হয়ে বাজার ঘুরে হায়দার মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে আগামী নভেম্বরের মধ্যে গণভোটের জোর দাবি জানিয়ে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবুল হাসনাত মোঃ আবদুল হালিম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের খুনিদের বিচার এখনো দৃশ্যমান হয়নি। যারা গুম করেছিল, তাদের বিচার দৃশ্যমান হয়নি। তবে যারা ধরাছোয়ার বাইরে ছিলেন, তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। চৌদ্দগ্রামে শহীদ সাহাব উদ্দিনসহ অসংখ্য মানুষের খুনি পুলিশের আইজিপি এখন দেশের বাইরে পলাতক। ছাত্র-জনতার দাবি হচ্ছে, খুন-গুমের বিচার শেষে নির্বাচন। জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে মৌলিক বিষয়ে সংস্কার প্রস্তাব করা হয়েছে। জনতার দাবির প্রেক্ষিতে জামায়াত জুলাই সনদে স্বাক্ষর করেছে। কিন্তু সরকার জুলাই সনদের আইনী ভিত্তি ও গণভোট নিয়ে গড়িমসি করছে। আমরা সমমনা ৮টি দল ৫ দফা দাবি আদায়ে ঐক্যমত আন্দোলন করছি। মনে রাখতে হবে, জুলাই জাতীয় সনদের আইনী ভিত্তি না হলে ষড়যন্ত্রকারীরা সুযোগ পেয়ে যাবে। 
অন্যান্য বক্তারা বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবি আদায় কিভাবে করতে হয়, তা বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালো করেই জানে। পতিত ফ্যাসিবাদের দোসররা আবারও মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। জনগণ বাংলার মাটিতে তাদের আর কোনো সুযোগ দিতে চাই না। 















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমেক হাসপাতালে দালালের দৌরাত্ম্য
কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
চান্দিনায় জামায়াতের গণমিছিলে সংঘর্ষ: প্রার্থীর মাইক কেড়ে নিলেন কর্মীরা
কুমিল্লা নগরীর যানজট নিরসনের দাবীতে প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
বুড়িচংয়ে করলার বাম্পার ফলনের সম্ভবনা, চাষিদের মুখে হাসি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গুলশান কার্যালয়ে কুমিল্লার সম্ভাব্য প্রার্থীদের সাথে তারেক রহমানের মতবিনিময়
মনিরুল হক সাক্কুর সাথে বৈঠক করলেন বিএনপির মহাসচিব
ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করতে হবে- এটাই ছিলো বার্তা
কুমিল্লা বোর্ডে ফল পরিবর্তনের জন্য ২৭ হাজার শিক্ষার্থীর আবেদন
ছয় মাসে ফরম ফিলাপ ফি বেড়েছে ২৮ শ’!
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২