প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১:১৩ এএম আপডেট: ২৮.১০.২০২৫ ১:৩২ এএম |
নিজস্ব
প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লায় বাংলাদেশ জাতীয়তাবাদী
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিকেলে
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল ও মহানগর যুবদলের উদ্যোগে আয়োজন করা হয় র্যালি
ও আলোচনা সভা।
কুমিল্লা টাউন হল মাঠে দক্ষিণ জেলা যুবদলের
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক
সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, জেলা বিএনপির সাধারণ
সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক
আহবায়ক আমিরুজ্জামান আমির, জেলা যুবদলের আহবায়ক আনোয়ারুল হক, সদস্য সচিব
ফরিদ উদ্দিন শিবলুসহ নেতৃবৃন্দ।
এর
আগে কুমিল্লা মহানগর যুবদলের উদ্যোগে জেলা বিএনপির কার্যালয়ের প্রাঙ্গণ
থেকে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু। এসময় জেলা বিএনপির
সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাবেক যুগ্ম আহবায়ক
আমিরুজ্জামান, মহানগর বিএনপির আহবায়ক ফয়সাল উর রহমান পাভেল, সদস্য সচিব
রোমান হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়াজ উদ্দিনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটি
উদযাপন করতে গতকাল দুপুরের পর থেকেই কুমিল্লা নগরীর ২৭টি ওয়ার্ডসহ দক্ষিণ
জেলার আওতাধীন বিভিন্ন উপজেলার যুবদলের কর্মী সমর্থকরা মিছিল নিয়ে জড়ো হতে
থাকেন টাউন হল মাঠ ও জেলা বিএনপি কার্যালয়ের সামনে। এরপর বেলা ৪টার দিকে
জেলা বিএনপি কার্যালয়ের সামনে মহানগর যুবদলের বর্ণাঢ্য র্যালি উদ্বোধন
করেন মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।
পরে বিকেল সাড়ে ৪টার
দিকে টাউন হল মাঠে দক্ষিণ জেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি উদ্বোধন
করেন প্রধান অতিথি বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ
সেলিম ভূইয়া। এরপর একটি বর্ণাঢ্য র্যালি কুমিল্লা নগরীর বিভিন্ন সড়ক
প্রদক্ষিণ করে।