নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় সম্প্রতি এক ব্যক্তির বিরুদ্ধে
চাঁদাবাজি ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও
সংবাদ ভাইরাল হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নাম ব্যবহার করা
হয়েছে বলে অভিযোগ উঠলে বিষয়টি সম্পূর্ণ ‘মিথ্যা, ভিত্তিহীন ও
উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন কুমিল্লা মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সাল
উর রহমান পাভেল।
শনিবার বিকেলে কুমিল্লার কান্দিরপাড় লিবার্টি মোড়ের
কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এদাবি
করেন। এসময় মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান ও যুগ্ম আহ্বায়ক রিয়াজ
উদ্দিন রিয়াজসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তিনি
বলেন, 'অভিযুক্ত ব্যক্তি কোনো সময়ই যুবদলের সদস্য ছিলেন না এবং তিনি
সংগঠনের কোনো সাংগঠনিক কাঠামোর অংশও নন। 'আমাদের সংগঠন নীতিবদ্ধ,
শৃঙ্খলাবদ্ধ ও আদর্শিক। যে কেউ সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত- সে যেই হোক,
যুবদলে তার কোনো স্থান নেই।'
ফয়সাল উর রহমান আরও বলেন, 'গত কয়েকদিন আগে
কুমিল্লার চকবাজারে এক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি ও অসামাজিক কার্যক্রমের
ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদে ভাইরাল হয়। সেখানে দুঃখজনক ভাবে
জাতীয়তাবাদ যুবদলের নাম ব্যবহার হয়। যা মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য
প্রণোদিত।'
যুবদল কখনোই কোনো চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী বা অপরাধীকে
আশ্রয়-প্রশ্রয় দেয় না। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন,
'চকবাজারের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত অপরাধীকে দ্রুত আইনের আওতায়
আনতে হবে, যেন ব্যবসায়ী সমাজ নিশ্চিন্তে ব্যবসা পরিচালনা করতে পারে এবং
সাধারণ মানুষ ভয়মুক্তভাবে চলাফেরা করতে পারে।'
এ বিষয়ে যুবদলের
কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার অবস্থান তুলে ধরে তিনি বলেন,
'আইনের শাসন প্রতিষ্ঠা ও সাধারণ ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে— যে-ই
হোক না কেন, চাঁদাবাজ ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।'
সংবাদ
সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে ফয়সাল উর রহমান অনুরোধ জানিয়ে বলেন, 'সংবাদ
প্রকাশের আগে দয়া করে সত্যতা যাচাই করবেন। যেন কোনো ব্যক্তি বা সংগঠন
অন্যায়ভাবে অপবাদ না পায়।'
তিনি জোর দিয়ে বলেন, 'বিএনপি বা যুবদলের নাম ব্যবহার করে কেউ যদি কোনো অনৈতিক বা অপরাধমূলক কাজ করে- সে যুবদলের কেউ নয়।'
উল্লেখ্য,
গত ২২ অক্টোবর কুমিল্লা নগরীর চকবাজারে চাঁদাবাজির প্রতিবাদে দোকান বন্ধ ও
সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ব্যবসায়ীরা। গত বুধবার দুপুরে নগরীর ফয়সাল
হাসপাতালের সামনে এই বিক্ষোভ হয়। এ ঘটনায় রুবেল মিয়া নামে এক ব্যক্তিকে
একমাত্র আসামি করে অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে কোতয়ালী থানায় অভিযোগ
দায়ের করা হয়।
স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করে জানান, চকবাজারের
প্রবেশমুখে রুবেল মিয়া কয়েকটি অস্থায়ী দোকান বসিয়ে দীর্ঘদিন ধরে
ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করছিলেন। এতে বাজারের পরিবেশ নষ্ট হওয়াসহ
আশপাশের ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছিল। সম্প্রতি ব্যবসায়ীরা তাকে দোকান সরিয়ে
নিতে বললে তিনি ক্ষুব্ধ হয়ে কয়েকজনকে হুমকি দেন। এর প্রতিবাদেই ব্যবসায়ীরা
রাস্তায় নেমে আসেন।
স্থানীয় সূত্র বলছে, অভিযুক্ত রুবেল আগে যুবলীগের
রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ৫ আগস্টের পটপরিবর্তনের পর তিনি যুবদলের
রাজনীতির সাথে সম্পৃক্ত হন।
