ইসমাইল নয়ন।।
কুমিল্লা
দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির
সভাপতি হাজী জসিম উদ্দিন বলেছেন, দীর্ঘ ৩০ বছর ধরে আমি
বুড়িচং-ব্রাহ্মণপাড়াবাসীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপির সাথে সম্পৃক্ত
রয়েছি; কখনো পিছপা হইনি। বন্যা খরা করোনা মহামারীতেও কুমিল্লা -৫ সংসদীয়
এলাকার সাধারণ মানুষের সাথে মিলেমিশেছিলাম। আমি এখনো আপনাদের পাশে আছি এবং
ভবিষ্যতেও থাকব। এই জনপদে সাধারণ মানুষ আমাকে মন থেকে ভালবাসে। তারা চায়
আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে আমাকে বিজয়ী করতে। আশা আশা করছি
তাদের প্রত্যাশা পূরণ হবে। দল আমাকে মূল্যায়ন করবে।
শুক্রবার (২৪
অক্টোবর) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়ন বিএনপির কর্মী
সভায় প্রধান অতিথির বক্তব্যে হাজী জসিম উদ্দিন জসিম এসব কথা বলেন।
দুলালপুর
ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী নুরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির
যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহ সভাপতি
কাজী শাহ আলম খোকন,মহসিন কবির সরকার,রবিউল্লাহ রবি,আবদুল হান্নান, সাধারণ
সম্পাদক হাজী আমীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আনিসুল হক ভূইয়া রিপন, শাহজাহান
সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মনির হোসেন, স্বেচ্ছাসেবক বিষয়ক
সম্পাদক আরিফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুল আলম বাবুল,ছাত্র বিষয়ক
সম্পাদক জাকির খান সম্রাট, অর্থ বিষয়ক সম্পাদক খায়রুল আলম ভূইয়া মিঠু, আইন
বিষয়ক সম্পাদক এডভোকেট শাহজাহান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাটিন আলী
খান, দপ্তর সম্পাদক হেদায়েত উল্লাহ, গোলাম কিবরিয়া ভূইয়া,সদস্য, সালাউদ্দিন
সরকার সদস্য, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু কাওসার, সাধারণ সম্পাদক কবির
হোসেন,সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ
বাকী সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা এ
সভায় অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দিন আরো বলেন,
কুমিল্লা-৫ সংসদীয় আসনে আমাদের দুটি উপজেলা। এ দুই উপজেলায় নেতা-কর্মীদের
মধ্যে কোন ভেদাভেদ নেই।আমরা বিএনপি ঐক্য আছি এবং ঐক্য থাকবো আগামী
নির্বাচনে সাধারণ মানুষ বিএনপিকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।
