কুমিল্লা-৯
(লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির পক্ষ থেকে মেধাবী ও সমাজসেবী নেতা হিসেবে
পরিচিত সাবেক সচিব ড. এ কে এম জাহাঙ্গীরের নির্বাচনী প্রচারণা জোরদার
হয়েছে। তিনি বলেছেন, দল মনোনয়ন দিলে তিনি এই আসনটি বিএনপির হাতে উপহার দিতে
প্রস্তুত। বিএনপির ৩১ দফা কর্মসূচী ও বিশাল লিফলেট বিতরণের মাধ্যমে তিনি
জনতার দোয়া ও সমর্থন চেয়েছেন।
গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে
মনোহরগঞ্জের ঝলম নিজ বাড়ির সামনে ঈদগাহ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান
অতিথির বক্তব্যে ড. জাহাঙ্গীর বলেন, আপনাদের সমর্থন পেলে আমি এলাকার
উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করে যাবো। ইনশাল্লাহ, যদি দল আমাকে মনোনীত করে,
আমি এই আসন বিএনপির হাতে তুলে দিতে পারবো। তিনি আরও বলেন, আমি আপনাদের
সঙ্গে নিয়ে উন্নয়নের কাজে প্রতিশ্রুতিবদ্ধ। আমাকে যেন আল্লাহ তৌফিক দান
করেন এই দোয়া করি।
তিনি অতীতে বিএনপি কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকার
জন্য তিনি বিভিন্ন হয়রানির শিকার হয়েছেন, যা তিনি ভাষায় প্রকাশ করেন। তিনি
বলেন, ২০১৪ সালে সরকারি ষড়যন্ত্রে তাকে স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নিতে
হয়েছিল, কিন্তু তার মূল অপরাধ ছিল তারেক রহমানের জন্য ভালোবাসা এবং বিএনপি
রাজনীতি করতে চাওয়া। সরকারি দায়িত্ব পালনকালে নানা হয়রানির শিকার তিনি।
তাঁর দাবি, আওয়ামী লীগের মন্ত্রী ও নেতারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে
চাকরি থেকে সরিয়েছে।
বক্তৃতার শেষের দিকে তিনি বলেন, দলের মনোনয়ন পেলে
তিনি লাকসাম ও মনোহরগঞ্জের উন্নয়নে কাজ করে এই অঞ্চলে উন্নয়নের নতুন ধারা
তৈরি করবেন। তিনি চান, এই দুই উপজেলার উন্নয়নের দিক থেকে মডেল হিসেবে
পরিচিতি লাভ করুক। তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, তিনি সবসময় দেশের জন্য কাজ
করতে চান, এবং ভবিষ্যতে সুযোগ পেলেই দেশের উন্নয়নে অবদান রাখতে চান।
বক্তব্যের
শেষে তিনি বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতৃবৃন্দ এবং কর্মীদের নিয়ে বিশাল এক
মিছিল বের করেন, যা বিভিন্ন এলাকা ঘুরে শেষ হয় মনোহরগঞ্জের ঝলম ঈদগাহ মাঠে।
এই মিছিল ও কর্মসূচী যেন পরবর্তী নির্বাচনের উত্তাপ বাড়িয়ে দেয়, সেটাই
আশাবাদ এলাকাবাসীর।
