ইসমাইল নয়ন।।
ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নে মাহিনুর আক্তার নামে এক স্কুল ছাত্রীর বিষ পান করে আত্মহত্যা করেছে।
পারিবার
ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, মাহিনুর (১০)স্থানীয় একটি বিদ্যালয়ে
চতুর্থ শ্রেণীতে লেখাপড়া করতে। গত বৃহস্পতিবার রাতে পরিবারের সাথে অভিমান
করে সকলের অজান্তে বিষপান করে সে। বিষ পান করে চটপট করতে থাকলে পরিবারের
লোকজন প্রথমে তাকে ব্রাহ্মণপাড়ায় একটি প্রাইভেট হাসপাতালে আনলে সেখান থেকে
তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে সেখানে চিকিৎসাধীন
অবস্থায় শুক্রবার সকালে মাহিনুর আক্তার মারা যায়। পরে পুলিশ তার শোরতহাল
রিপোর্ট তৈরি করে ময়নাতদন্ত শেষে তার লাশ হস্তান্তর করে।
এ ব্যাপারে
সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী বলেন বিষ খাওয়ার পর
আমি সহ তার পরিবারের লোকজন তাকে দ্রত হাসপাতালে প্রেরণ করি চিকিৎসাধীন
অবস্থায় মাহিনুর একদিন পর মারা যায়। তার অকাল মৃত্যুতে এলাকায় সুখের ছায়া
নেমে আসে।
