বিএনপির
ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলহাজ¦ কাজী শাহ মোফাজ্জল হোসাইন
কায়কোবাদ বলেছেন, ‘জালেম সরকার আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। সেই
কারাদণ্ড থেকে আল্লাহ আমাকে মুক্ত করেছেন। আমাকে কারো কাছে যেতে হয় নাই,
একটা দস্তখত দিতে হয় নাই, একটা উকিলও রাখতে হয় নাই, আদালতে যেতে হয় নাই,
আল্লাহ মেহেরবানি করে এমনেই আমাকে মুক্ত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ।’
শুক্রবার
দুপুরে কুমিল্লার মুরাদনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগকালে তিনি এই মন্তব্য করেন। সাবেক এই
মন্ত্রীর আগমন ঘিরে মুরাদনগরে উৎসবের আমেজ বিরাজ করছে।
জুম’আর পূর্বেই
তিনি জাহাপুর ইউনিয়নে গণসংযোগ শুরু করেন। এ সময় তার সাথে মুসাফাহ করতে
সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখা যায়। সাবেক এই মন্ত্রীর গাড়িবহর যাওয়ার পথে
সড়কের বিভিন্ন মোড়ে মোড়ে আপামর জনতা ‘দাদাভাই দাদাভাই’ স্লোগানে তাঁকে
স্বাগত জানায়। প্রিয় নেতাকে এক নজর দেখতে শিশু, যুবক, বয়স্ক, নারী-পুরুষের
ঢল নামে।
জুম'আ পূর্ব সময়ে নিজের শৈশবকালের স্মৃতি বিজড়িত নিজ বাড়ির
মসজিদে মুসুল্লিদের উদ্দেশ্যে আবেগঘন বক্তব্য দেন সাবেক মন্ত্রী কায়কোবাদ।
এরপর জুম’আর নামাজ আদায় করে তিনি বাবা-মায়ের কবর যিয়ারত করেন।
বিকেলে
মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল হাইস্কুল মাঠে আয়োজিত এক
মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এ
সময় তাঁকে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ স্লোগানে বরণ করে নেন আয়োজকরা।
প্রধান
অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কায়কোবাদ বলেন,
‘আমি আপনাদের একজন কামলা। আপনারা আমাকে পাঁচ বার এমপি নির্বাচিত করেছিলেন।
আমি সব সময় আপনাদের সেবা করতে চাই।’
তিনি আরো বলেন, ‘মুরাদনগরের মানুষ
আমাকে ভালোবাসে। আমি মুরাদনগরের মাটি ও মানুষের মধ্যে বেঁচে থাকতে চাই।
আপনারা আমার জন্য দোয়া করবেন। দেশের জন্য দোয়া করবেন।’
মাহফিলের প্রধান
বক্তা দেশবরেণ্য আলেম ড. মুফতি এনায়েত উল্লাহ আব্বাসী দোয়া করে জনতার
উদ্দেশ্যে বলেন, ‘আল্লাহ যেন এমন জনগণ দরদী ধার্মিক নেতাকে আমৃত্যু জনগণের
সেবক প্রতিনিধি হয়ে কাজ করার তাওফিক দান করেন।’
এ সময় কুমিল্লা উত্তর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান সৈয়দ তৌফিক আহমেদ মীর,
মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক
সৈয়দ মোস্তাক আহমেদসহ উপজেলা ও স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
উপস্থিত ছিলেন।
