বিএনপির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচীর প্রচারপত্র
বিতরণের মধ্য দিয়ে কুমিল্লার হোমনায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জগন্নাথ
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের
সাবেক যুগ্ম-আহ্বায়ক ওমর ফারুক (মুন্না)।
বৃহস্পতিবার সকালে সাবেক
কৃষিমন্ত্রী এমকে আনোয়ার ও তার স্ত্রী মাহমুদা আনোয়ারের কবর জিয়ারত করে
বিশেষ মোনাজাত শেষে উপজেলা শহরে এ প্রচারণা শুরু করেন।
তিনি বিএনপি ও
সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন দোকানপাটে,
যানবাহনে ও পথচারীদের মাঝে এবং পরে দড়িচুর, রামপুর বাজারে, দুলালপুর বাজারে
ও রামকৃষ্ণপুর বাজারে লিফলেট বিতরণ করেন ও জনগণের মাঝে তারেক রহমানের
সালাম পৌছে দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তারেক রহমানের হাতকে
শক্তিশালী করার আহ্বান জানান।
এর আগে সাবেক মন্ত্রী মরহুম এমকে আনোয়ারের
কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ
থাকার আহ্বান জানিয়ে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে ধানের শীষ প্রতীকে
বিএনপির মনোনয়ন প্রত্যাশা করে ওমর ফারুক মুন্না বলেন, রাষ্ট্র কাঠামো
মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচী
বাস্তবায়নের বিকল্প নেই। ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়; এটি
জনগণের মুক্তির রূপরেখা। দেশকে উন্নত ও সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করতে ৩১
দফা বাস্তবায়ন খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
তিনি আরো বলেন,
"আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি কুমিল্লা-২ আসন থেকে বিএনপির
মনোনয়ন প্রত্যাশী। আমি এই এলাকার সন্তান, যদি আমি মনোনয়ন পাই তাহলে মরহুম
এমকে আনোয়ার স্যারের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করবো। আমি আপনাদের কাছে দোয়া
চাই ও ধানের শীষ প্রতীকে ভোট চাই।"
