
শুরুতে
পিছিয়ে পড়া নেপাল সময়ের সঙ্গে ঘুরে দাঁড়িয়ে লড়াই জমিয়ে তুলল। কিন্তু শেষ
পর্যন্ত উজ্জীবিত বাংলাদেশের সঙ্গে পেরে উঠল না তারা। কাভা ভলিবল কাপে টানা
দ্বিতীয় জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়লেন হরসিত-রাতুলরা।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার রাউন্ড রবিন লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৩-২ সেটে জিতেছে বাংলাদেশ।
দারুণ
লড়াইয়ের পর প্রথম সেট ২৫-২৩ পয়েন্টে জিতে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় সেট
আল আমিনরা জেতেন ২৫-২০ ব্যবধানে। এরপর ঘুরে দাঁড়িয়ে ২৫-২৩, ও ২৫-১৬
ব্যবধানে পরের দুই সেট জিতে সমতায় ফেরে নেপাল।
ম্যাচে ভাগ্য নির্ধারণী
পঞ্চম ও শেষ সেটে লড়াই চলছিল সমানে সমান। শুরুতে বাংলাদেশের নিয়ন্ত্রণ
থাকলেও এক পর্যায়ে স্কোরলাইন ১১-১১ সমতা আনে নেপাল। শেষ দিকে দারুণ খেলে
অনিশ্চয়তার মেঘ সরিয়ে ১৬-১৪ পয়েন্টে সেটটি জেতে বাংলাদেশ।
ম্যাচসেরা বাংলাদেশের আল আমিন।
মালদ্বীপকে
২৫-২১, ২৫-১৩ ও ২৫-২১ পয়েন্টে হারিয়ে প্রতিযোগিতায় শুভসূচনা করেছিল
বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে
স্বাগতিকরা।
দিনের অন্যান্য ম্যাচ মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়েছে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতেছে তুর্কমেনিস্তান।
