ইসমাইল নয়ন।।
কুমিল্লার
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারি ও চোরাচালানের বিরুদ্ধে উপজেলা মাদক বিরোধী
ট্রাস্কফোর্স রাতভর অভিযান চালিয়েছে। গত ২১ অক্টোবর রাত সাড়ে ১১টা থেকে ২২
অক্টোবর ভোর রাত পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্বদেন
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা
জাহান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার
সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের বাগড়া, তেতাভূমি ও ব্রাহ্মণপাড়া সদরের
পূর্বপাড়া এলাকায় উপজেলা মাদকবিরোধী টাস্কফোর্স (যৌথ বাহিনী) অভিযান
চালায়। অভিযানে তেতোভূমি এলাকা হতে ভারতের প্রাচারের উদ্দেশ্যে জব্দ করা
কয়েক হাজার খালি মদের বোতল ধ্বংস করা হয় এবং ব্রাহ্মণপাড়া পূর্বপাড়া হতে
কিছু গাঁজা ধ্বংস করা হয়। অভিযানের সময় সীমান্তবর্তী এলাকা থেকে চলাচল করা
বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। অভিযান চলাকালীন সময়ে যৌথ বাহিনীর
উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীরা পালিয়ে যায়। যৌথ বাহিনীর
অভিযানে সেনাবাহিনীর পক্ষে নেতৃত্বদেন লেফটেন্যান্ট মো: এহসান সিরাজী সাদ
এবং পুলিশের পক্ষে নেতৃত্বদেন ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ
সাজেদুল ইসলাম। এ সময় আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন। এ ধরনের অভিযান অব্যাহত
থাকবে বলে জানান ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের প্রয়োজনীয়
কার্যক্রম আরো জোরদার করা হবে।