কুমিল্লায়
স্বর্ণ ব্যবসায়ীরা পুরান স্বর্ন কিনে পতারনার শিকার হচ্ছে বার বার। গত ১৫
দিনে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জের বাজারে স্বর্নের দোকানে ইমিটেশন
গোল্ড, সিটিগোল্ড কে পুরান স্বর্ণ বলে চালিয়ে দিতে এসে ধরা খেল নারী পুরুষ
পতারক চক্রের একাধিক সদস্য। তাদের প্রাথমিক ভাবে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে
দেওয়ার পর কিছু দিন জেল খেটে ছুটে এসে পুনরায় একই কায়দায় তাদের পতারনা
চালিয়ে যায়।
এই চক্র মাস না পেরুতেই পতারক চক্রেপুনরায় যুক্ত হয়। এমন
ঘটনা ঘটে ২১ অক্টোবর দুপুরে বাঙ্গরা বাজার থানাধীন বলিবাড়ীর প্রবাসীর
স্ত্রী ফাতেমা ৩৫ নামে পতারক নারী কোম্পানি গঞ্জ বাজারে এসে সিটি গোল্ড কে
স্বর্ণ বলে পরিবর্তন করে স্বর্ণ নিতে আসে বৃষ্টি শিল্পালয়ে। এসময় দোকান
মালিক সন্দেহ হলে নারী কে আটক করে। পরবর্তী তে বনিক সমিতি সভাপতি চন্দন
বনিক ও সাধারণ সম্পাদক আঃহান্নান কে অবহিত করা হলে বনিক সমিতি পক্ষ থেকে
মুরাদনগর থানায় বিষয় জানানো হয়। এসময় পুলিশ এসে নারীকে আটক করে নিয়ে যায়।
এবিষয়ে বনিক সমিতির সাধারণ সম্পাদক আঃ হান্নান জানান সবাই সর্তক থেকে
ব্যবসা করতে হবে কারন এই মাসেই কোম্পানি গঞ্জে দুটি ঘটনা ঘটে গেছে। এবিষয়ে
মুরাদনগর থানা ইনচার্জ জানান বিষয় শুনেছি এসআই মামুন পতারক নারী কে আটক
করেছে। এছাড়াও আরো ব্যবসায়ীরা জানান
কোম্পানীগন্জ বাজার স্বর্ণের দোকান
হাজী স্বর্ণ শিল্পালয়ের থেকে থেকে ৮ ই অক্টোবর ২০২৫ ইং দুপুরে তিনজন মহিলা
প্রতারক এসে দোকানদার থেকে সিটি গোল্ড এর একটি চেইন এবং দুই জোড়া কানের
রিং দিয়ে স্বর্ণের চেইন আংটি দুলসহ নিয়ে পালিয়ে যায়। যা সিসি ফুটেজে ধরা
পড়ে।