শাহীন আলম ।।
কুমিল্লার
দেবিদ্বারে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. আবু তাহের নামে এক ব্যক্তিকে
৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ অক্টোবর)
দুপুরে দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বনকুট গ্রামে এ অভিযান
পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা
নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল ইসলাম।
ভ্রাম্যমান আদালত সূত্রে
জানা যায়, বনকুট এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগে প্রশাসন
অভিযান পরিচালনা করে। এ সময় আবু তাহেরকে বালু উত্তোলনের সময় হাতেনাতে আটক
করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে বালুমহাল ও মাটি
ব্যবস্থাপনা আইন, (সংশোধিত) ২০২৩ আইনের আওতায় ৫০ হাজার টাকা অর্থদÐ প্রদান
করা হয়।এ সময় স্থানীয় জনপ্রতিনিধি,পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা
গেছে, স্থানীয়রা জানান, বনকুটসহ আশপাশের এলাকায় বেশ কয়েকটি স্থানে
দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন কয়েকটি চক্র। এতে ফসলি জমি ও বসতবাড়ি
ঝুঁকির মুখে পড়েছে। প্রশাসনের অভিযান ও জরিমানার পরও ড্রেজারচক্র রাতের
অন্ধকারে ফের বালু উত্তোলন শুরু করে যাচ্ছে।
দেবিদ্বার উপজেলা নির্বাহী
অফিসার রাকিবুল ইসলাম বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন করায় আবু তাহের নামে এক
ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয় এবং তাকে সর্তক করা হয়। পরিবেশ
দূষণ ও অবৈধ উপায়ে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান
অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক বা বালু ব্যবসায়ীদের
বিরুদ্ধে সবসময় সতর্ক দৃষ্টি রাখবে উপজেলা প্রশাসন।