প্রথম
দুই এশিয়ান যুব গেমসে বাংলাদেশের পদক ছিল না। তৃতীয় আসরে বাংলাদেশ প্রথম
পদক লাভ করেছে। আজ বাহরাইনে বাংলাদেশ নারী কাবাডি দল শ্রীলঙ্কাকে হারানোয়
এই পদক নিশ্চিত হয়।
যুব এশিয়ান গেমসে নারী কাবাডিতে মাত্র পাঁচ দল
অংশগ্রহণ করে। কাবাডিতে চতুর্থ হওয়া দলও ব্রোঞ্জ পায়। ফলে এবার নারী
কাবাডিতে পদকের সম্ভাবনা ছিল প্রবল। বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলই প্রথম
তিন ম্যাচ যথাক্রমে ইরান,ভারত ও থাইল্যান্ডের কাছে হেরেছিল। আজ
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে জয়ী দলই চতুর্থ হবে এবং ব্রোঞ্জ পাবে। এমন
ম্যাচে বাংলাদেশ ৪৭-৪০ পয়েন্টে জিতে পদক অর্জন করে।
আজ বাহরাইনের ঈসা
স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ম্যাচ তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। প্রথমার্ধে
বাংলাদেশ ২৫-১৮ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে হাড্ডাহাড্ডি
লড়াইয়ে দুই দলই ২২ পয়েন্ট করে স্কোর করে। প্রথমার্ধে ৭ পয়েন্ট এগিয়ে থাকায়
৪৭-৪০ পয়েন্টের ব্যবধানে শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশ। ম্যাচের শেষ বাঁশি
বাজার সাথে সাথে উল্লাসে মাতে বাংলাদেশ দলের খেলোয়াড়রা। উল্লাসের মাত্রা
বেশি হওয়ার কারণ যুব এশিয়ান গেমসের ইতিহাসে অন‚র্ধ্ব-১৮ বালিকা কাবাডি দল
বাংলাদেশকে প্রথম পদক আনল দেশের হয়ে।
বালক কাবাডি বিভাগে ৭ দল খেলছে।
বাংলাদেশ ইতোমধ্যে শ্রীলঙ্কা ও ইরানকে হারিয়েছে। আজ বাংলাদেশ সময় রাতে
থাইল্যান্ডের বিপক্ষে খেলা রয়েছে। বালক দলেরও চার দলের মধ্যে থাকার
সম্ভাবনা রয়েছে।
এক যুগ পর হতে যাওয়া যুব এশিয়ান গেমসের তৃতীয় আসরের
আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামীকাল। এই গেমসে ২৫ ডিসিপ্লিনের মধ্যে বাংলাদেশ
১৩ টিতে অংশগ্রহণ করবে।