বৃহস্পতিবার ২৩ অক্টোবর ২০২৫
৭ কার্তিক ১৪৩২
সাঁতারে ৩ দিনে ১৫ রেকর্ড, রাফি একাই গড়লেন ৭টি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১:২৪ এএম আপডেট: ২৩.১০.২০২৫ ২:১৮ এএম |









 সাঁতারে ৩ দিনে ১৫ রেকর্ড, রাফি একাই গড়লেন ৭টি
সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে চলমান ম্যাক্স গ্রুপ ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতার তৃতীয় দিনে তিনটি রেকর্ড হয়েছে। গত দুই দিন বারো রেকর্ড হওয়ায় এখন মোট রেকর্ড সংখ্যা ১৫। 
তৃতীয় দিনের অন্যতম আকর্ষণ ছিলেন নৌবাহিনীর তারকা সাঁতারু সামিউল ইসলাম রাফি। যিনি ১০০ মিটার ব্যাক স্ট্রোক নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। রাফি ৫৭.৯৫ সেকেন্ড সময় নিয়ে ২০২৩ সালে নিজের করা ৫৮.৪৫ সেকেন্ডের রেকর্ডটি ভাঙেন। এর মাধ্যমে প্রতিযোগিতাটিতে তিনি ব্যক্তিগত ছয়টি এবং একটি দলীয় ইভেন্টে রেকর্ড গড়লেন।
আজ অন্য দুটি রেকর্ড হয়েছে পুরুষদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোক এবং নারীদের ৪দ্ধ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে। পুরুষদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সেনাবাহিনীর সাঁতারু তন্ময় মালি ২৯.৫৯ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েন। নারীদের ৪দ্ধ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে নৌবাহিনীর এ্যানি, রূপা, যুথী ও টুম্পা জুটি নতুন রেকর্ড স্থাপন করেন।
ওয়াটার পোলো প্রতিযোগিতার ফাইনালে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনী। তারা আগামীকাল শিরোপার জন্য লড়বে। পদক তালিকার শীর্ষে বাংলাদেশ নৌবাহিনী। তৃতীয় দিন শেষে তারা ২৭টি স্বর্ণ, ২০টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জসহ মোট ৫৭টি পদক নিয়ে প্রথম স্থানে। ৯টি স্বর্ণ, ১৬টি রৌপ্য ও ২৩টি ব্রোঞ্জসহ মোট ৪৮টি পদক নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী দ্বিতীয় স্থানে রয়েছে। বিকেএসপি ৩টি স্বর্ণ, ০৩টি রৌপ্য ও ০৬টি ব্রোঞ্জ পদক পেয়ে তৃতীয় স্থানে। চার দিন ব্যাপী প্রতিযোগিতার পর্দা নামবে আগামীকাল।
 সাঁতারে ৩ দিনে ১৫ রেকর্ড, রাফি একাই গড়লেন ৭টি
রেকর্ড ভাঙা-গড়ার খেলা জাতীয় সাঁতারের তৃতীয় দিনেও অব্যহত রাখলেন সামিউল ইসলাম রাফি। বাংলাদেশ নৌবাহিনীর এই সাঁতারু এদিন গড়েলেন আরেকটি রেকর্ড। ব্যক্তিগত ও দলীয় মিলিয়ে এ নিয়ে সাত ইভেন্টে রেকর্ড গড়ে সেরা হলেন তিনি।
মিরপুর সুইমিংপুলে বুধবার প্রতিযোগিতার তৃতীয় দিনে রেকর্ড হয়েছে তিনটি, আসরে সব মিলিয়ে ১৫টি।
১০০ মিটার ব্যাকস্ট্রোকে রাফি ৫৭ দশমিক ৯৫ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েছেন রাফি। এই ইভেন্টে আগের রেকর্ডও তারই ছিল, ২০২৩ সালে সাঁতার শেষ করেছিলেন ৫৮ দশমিক ৪৫ সেকেন্ডে। এবারের আসরে এ নিয়ে ব্যক্তিগত ইভেন্টে রাফির রেকর্ড হলো ছয়টি, একটি দলীয়।
ছেলেদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক বাংলাদেশ সেনাবাহিনীর তন্ময় মালি ২৯ দশমিক ৫৯ সেকেন্ড টাইমিং করে নতুন রেকর্ড গড়েছেন। ২০২২ সালে সুকুমার রাজবংশীর গড়া ২৯ দশমিক ৯০ সেকেন্ড টাইমিংয়ের রেকর্ড ভেঙেছেন তিনি।
মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ৯ মিনিট ৫০ দশমিক ০১ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েছে নৌবাহিনী। এ ইভেন্টে সংস্থাটির হয়ে সাঁতরেছেন এ্যানি আক্তার, রুপা খাতুন, যুথী আক্তার ও টুম্পা।
পদক তালিকায় নৌবাহিনী সবার ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। তৃতীয় দিন শেষে ২৭টি সোনা, ২০টি রুপা ও ১০টি ব্রোঞ্জসহ মোট ৫৭টি পদক নিয়ে শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ সেনাবাহিনী ৯টি সোনা, ১৬টি রুপা ও ২৩টি ব্রোঞ্জসহ মোট ৪৮টি পদক পেয়েছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কিছু উপদেষ্টার বিষয়ে প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত চায় এনসিপি
গণভোট আগে না হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: ড. তাহের
কুমিল্লা সদরে এনসিপির সম্ভাব্য প্রার্থী নাভিদ
কুমিল্লায় চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়িদের বিক্ষোভ
চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীকে হাত বেঁধে নির্যাতন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার দু'টি আসনে এলডিপির প্রার্থী ঘোষণা
ছাত্র বলাৎকারের সালিশে মারামারি আহত ৫,
মহাসড়কের কুমিল্লা অংশে বিপদজনক ৮৪টি ইউটার্ন
কুমিল্লার ময়নামতি মৌসুমে বিক্রি হচ্ছে ৪ কোটি টাকার কপি ও টমেটো চারা
হাইওয়ে কুমিল্লা রিজিয়নে ৯ মাসে নিহত ৫২৫ জন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২