বৃহস্পতিবার ২৩ অক্টোবর ২০২৫
৭ কার্তিক ১৪৩২
ঋণের বোঝা সইতেনা পেরে যুবকের আত্মহত্যা
ইসমাইল নয়ন:
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ১:১৬ এএম আপডেট: ২১.১০.২০২৫ ১:২৫ এএম |


  ঋণের বোঝা  সইতেনা পেরে যুবকের আত্মহত্যা কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ঋণের বোঝা সইতে না পেরে জসীমউদ্দীন (৪৫) নামে ১ যুবক আত্মহত্যা করেছে। গতকাল ২০ আগস্ট (সোমবার) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নিমসার নামক স্থানে তার মৃত্যু হয়। জসীমউদ্দীন উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, জসীমউদ্দীন বিভিন্ন এনজিও এবং মানুষের কাছ থেকে টাকা নিয়ে ঋণগ্রস্ত ছিল। ঋণগ্রস্ত জসিম উদ্দিন পাওনাদারের টাকা পরিশোধ করতে না পেরে গত ১৯ অক্টোবর বিকেলে কীটনাশক পান করলে পরিবারের লোকজন তাকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার তাকে কুমিল্লা মেডিকেলে হাসপাতালে প্রেরণ করে। ২০ অক্টোবর তার অবস্থা আরো অবনতি ঘটলে কুমেকের কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। ঢাকা নেওয়ার পথে নিমসার নামক স্থানে তার মৃত্যু হয়। পরবর্তীতে পরিবারের লোকজন একই অ্যাম্বুলেন্সে তাকে বাড়িতে নিয়ে আসলে ব্রাহ্মণপাড়া থানাতে খবর দিলে এসআই ডি এম এ মজিদ উপস্থিত হয়ে তার সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে মৃত জসীমউদ্দীনের স্ত্রী মমতাজ বেগম ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যু দায়ের করেছে। জসীমউদ্দীন ব্যক্তিগত জীবনে এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। এ ব্যাপারে তার স্ত্রী মমতাজ বেগম জানান, সে বিভিন্ন এনজিও এবং মানুষের কাছ থেকে প্রায় দুই লক্ষ টাকা ঋণগ্রস্ত ছিলেন। ঋণের বোঝা সইতে না পেরে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন এবং আত্মহত্যার পথ বেছে নেয়। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কিছু উপদেষ্টার বিষয়ে প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত চায় এনসিপি
গণভোট আগে না হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: ড. তাহের
কুমিল্লা সদরে এনসিপির সম্ভাব্য প্রার্থী নাভিদ
কুমিল্লায় চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়িদের বিক্ষোভ
চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীকে হাত বেঁধে নির্যাতন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার দু'টি আসনে এলডিপির প্রার্থী ঘোষণা
ছাত্র বলাৎকারের সালিশে মারামারি আহত ৫,
মহাসড়কের কুমিল্লা অংশে বিপদজনক ৮৪টি ইউটার্ন
কুমিল্লার ময়নামতি মৌসুমে বিক্রি হচ্ছে ৪ কোটি টাকার কপি ও টমেটো চারা
হাইওয়ে কুমিল্লা রিজিয়নে ৯ মাসে নিহত ৫২৫ জন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২