নিম্নমানের
ইট-খোয়া ব্যবহারের অভিযোগে কুমিল্লার দেবিদ্বার পৌরসভার একটি সড়কের
নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে এসব নিম্ম মানের
মালামাল অপসারণ করে ভালো মানের নির্মাণসামগ্রী ব্যবহারে দ্রæত কাজ শেষ করার
জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার সকালে
দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত
করেছেন। তিনি জানান, ঠিকাদারকে ভালো মানের ইট দিয়ে কাজ শেষ করার নির্দেশ
দেওয়া হয়েছে এসব নিম্মমানের সামগ্রী কেন ব্যবহার করা হয়েছে তা জানতে
ঠিকাদারী প্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে। এর আগে সকালে এলাকাবাসীর অভিযোগের
পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেন দেবিদ্বার উপজেলা সহকারি কমিশনার
(ভ‚মি) ও পৌর প্রশাসক মো. ফয়সল উদ্দিন।
দেবিদ্বার পৌরসভা ও নির্বাহী
অফিসার সূত্রে জানা গেছে, কোভিড ১৯ প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে
দেবিদ্বার পৌরসভার সরকারি হাসপাতাল সংলগ্ন রোড থেকে চাপানগর পর্যন্ত প্রায়
১৩৬০ মিটার সড়কে পাকাকরণের কাজ শুরু হয়। এতে দুটি পার্র্র্টে দরপত্র আহŸান
করা হয়। প্রথম পার্টের ৬৮০ মিটার সড়কের জন্য বরাদ্দ দেয়া হয় ১ কোটি ৪ লাখ
৬৯ হাজার ১৮২টাকা এবং ২য় পার্টের ৬৮০ মিটার সড়কের জন্য বরাদ্দ দেয়া হয় ১
কোটি ৭ লাখ ৮৩ হাজার ৯৮৩ টাকা। মেসার্স লিবার্টি ট্রেডার্সের স্বত্বাধিকারী
এসএম মনিরুল হক কাজটি পেলেও দেবিদ্বারের ঠিকাদার বিএনপি নেতা মো. জসিম
উদ্দিন একটি পার্ট ও অপর পার্ট সাইফুল ইসলাম, সুদন মিয়া ও নাজমুল হাসান
নাহিদসহ আরও কয়েকজন কাজটি কিনে নেন। কিন্তু কাজের শুরুতেই নি¤œমানের
ইট-খোয়া ও মাটি মিশ্রিত বালু ব্যবহারের অভিযোগ ওঠে। নিম্মমানের কাজ নিয়ে গত
কয়েকদিন আগে এলাকাবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করেন এতে তোলপার শুরু
হয়। পরে এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে ইউএনও ও
পৌরপ্রশাসক এসব সামগ্রী অপসারণের নির্দেশ দেন।
দেবিদ্বার উপজেলা
সহকারি কমিশনার (ভ‚মি) ও পৌর প্রশাসক মো. ফয়সল উদ্দিন বলেন, সড়কটি আমি
পরিদর্শন করেছি, নিম্মমানের মালামাল সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া
হয়েছে। নিম্মমানের সামগ্রী ব্যবহারের কারণে ঠিকাদারী প্রতিষ্ঠানকে শোকজ করা
হয়েছে। এখানে দেখছি যে একজন ঠিকাদার কাজ পায় তিনি আরেক ঠিকাদারের কাছে কাজ
সাবলিজ দিয়ে দেয়, এটা আমরা ভালোভাবে দেখব। আমাদের নতুন প্রকৌশলী আসছেন
তিনি কাজটি পর্যবেক্ষণ করবেন। কোন অবস্থাতেই সড়কে নিম্মমানের কিছু ব্যবহার
করতে দেয়া হবে না।
দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.
রাকিবুল ইসলাম বলেন, সড়কে নিম্মমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে কাজটি
সাময়িক বন্ধ রাখা হয়েছে। পৌরপ্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি
নিম্মমানের মালামাল সরানোর জন্য নির্দেশ দিয়েছেন। ঠিকাদার প্রতিষ্ঠানকে
শোকজ করা হয়েছে।
