নিজস্ব
প্রতিবেদক: লাগাতার অগ্নিকাণ্ড; হাসিনা বিহীন বাংলাদেশ ঠিকমতো চলছে না
আন্তর্জাতিকভাবে দেখানোর দেশীয় ও বিদেশী শক্তির ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন
বিএনপি'র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার কুমিল্লার চৌদ্দগ্রামের
মুন্সিরহাট ইউনিয়নের ফুলমুড়ি গ্রামে অন্ধ কণ্ঠশিল্পী জাহাঙ্গীর আলমকে দেখতে
এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি
বলেন এসব অগ্নিকাণ্ড কিংবা বিশৃঙ্খলা ফেব্রুয়ারির নির্বাচনে কোন বাধা হবে
না। এরপরও সরকার এসব বিষয়ে নজর দিতে হবে।
রুহুল কবির রিজভী বলেন, আমরা
মনে করি যে নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের যে দুঢ়তা তারা দেখিয়েছেন,
সবাইকে একত্রিত করা, নীতির প্রশ্নে যে প্রশ্নগুলো নির্বাচন কমিশনের আইনের
মধ্যে পড়ে না বা রাষ্ট্রীয় আইনের মধ্যে পড়ে না সেই ব্যাপারে তাদের দৃঢ়
অবস্থান। সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হল নির্বাচন
কমিশনের পক্ষে একটি অবাধ সুষ্ঠু ও ইনক্লুসিভ নির্বাচন সম্পন্ন করা সক্ষম।
বক্তব্যে
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরও
বলেন প্রশাসনের ভিতর দোসরদের যে লোকরা আছে এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা
গ্রহণ করুন।
সম্প্রতি কুমিল্লার চৌদ্দগ্রামের প্রত্যন্ত গ্রামের অন্ধ
কন্ঠশিল্পী জাহাঙ্গীর আলম বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে
নিয়ে একটি গান পরিবেশন করেন। পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
গানটি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সোমবার তারেক
রহমানের নির্দেশে জাহাঙ্গীর আলমের বাড়িতে আসেন বিএনপির যুগ্ম মহাসচিব
রুহুল কবির রিজভী। এর আগে চান্দিনায় জুলাই আন্দোলনের নিহত এক শহীদের কবর
জিয়ারত করেন তিনি।
চৌদ্দগ্রামে রুহুল কবির রিজভী ছাড়াও উপস্থিত ছিলেন
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন এর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয়
সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির
সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাবেক সদস্য আমিরুজ্জামান
আমির, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি সভাপতি মো. কামরুল হুদাসহ বিএনপি ও অঙ্গ
সংগঠনের নেতাকর্মীরা।