কুমিল্লা
বিভাগ চাই, কুমিল্লা বিভাগ চাই স্লোগানে মুখরিত কুমিল্লা ভিক্টোরিয়া
সরকালি কলেজের মাঠ।বুধবার এইস এস সি ২০২৫ পরিক্ষায় ভালো ফলাফল করার পর
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা উল্লাসে মেতে উঠেন।আনন্দ
প্রকাশের ইক পর্যায় শিক্ষার্থীরা " কুমিল্লা বিভাগ চাই, কুমিল্লা বিভাগ
চাই" বলে দাবী তুলেন।
ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা জানান, আমাদের
কুমিল্লা বিভাগ হবে হবে বলে শুনছি কিন্তু কবে সেটার কোনো হদিস নেই।আমাদের
কুমিল্লা বিভাগ হওয়ার জন্য যা যা প্রয়োজন সকল দিক থেকেই যুক্তিযুক্ত
তারপরেও কেন বিলম্ব হচ্ছে, কোন ষড়যন্ত্রে? আমরা অতি দ্রæত কুমিল্লা নামে
বিভাগ চাই।আশা করছি মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের কুমিল্লার বিভাগের
বিষয়টিতে নিরাশ করবেন না।
শিক্ষার্থী ফয়সাল জানান,শিল্প-ঐতিহ্যের নগরী
আমাদের কুমিল্লা।ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ কুমিল্লা সারা বাংলাদেশের জন্য একটি
গুরুত্বপ‚র্ণ স্থান।দেশের লাইফ-লাইন ক্ষেত ঢাকা-চট্টগ্রাম বিশ্বরোড দেশের
বাণিজ্যিক, যাতায়াত ব্যবস্থায় খুবই গুরুত্ববহন করে।আমাদের কুমিল্লার আদি
ইতিহাসও বেশ সমৃদ্ধ।
আারেক শিক্ষার্থী ইসরাত জাহান নিতু জানান,আমাদের
কুমিল্লায় কি নেই আমাদের শিক্ষাবোর্ড থেকে পল্লীউন্নয়ন বার্ড,কুমিল্লা
সরকারি মেডিকেল কলেজ,সরকারি -বেসরকারী বিশ্ববিদ্যালয় এবং প্রাচীণ ঐতিহ্যের
ব্রিটিশ আমলের কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রয়েছে, যা দেশের শিক্ষা
ক্ষেত্রে বড় অবদান রাখছে।বৃহত্তর কুমিল্লা অঞ্চলের
ব্রাহ্মণবাড়িয়া,নোয়াখালি,ফেনি,চাঁদপুর জেলার বহু শিক্ষার্থী এ ভিক্টোরিয়া
কলেজে শিক্ষা গ্রহণ করে দেশের গুরুত্বপ‚র্ণ স্থানে কর্মরত আছে।তাই আমাদের
কুমিল্লা কোনো দিক থেকে বিভাগ না হওয়ার অনুপযোগী বলে দেখছিনা।
শিক্ষার্থী
সাদমান জানান,আমরা আজ ফল পেয়েছি।সেই আনন্দে আমরা শিক্ষার্থী আনন্দ উদযাপন
করছি। কুমিল্লা বিভাগ চাই এটা আমাদের প্রাণের দাবী।তাই আমরা কুমিল্লা বিভাগ
চাই স্লোগানের মাধ্যমে সারাদেশের মানুষের নিকট আমাদের দাবী পৌঁছে দিতে
চাই। আসাদের দাবী একটাই"কুমিল্লা নামে বিভাগ চাই"
