রোববার ৭ ডিসেম্বর ২০২৫
২৩ অগ্রহায়ণ ১৪৩২
উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড বাদ নাঈম শেখ, প্রথমবার ডাক পেলেন অঙ্কন
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১২:৪৬ এএম আপডেট: ১৭.১০.২০২৫ ১:৪৭ এএম |




 উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড বাদ নাঈম শেখ, প্রথমবার ডাক পেলেন অঙ্কন
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়ে এসেছে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে এবার মেহেদী হাসান মিরাজের দল ঘরের মাঠে ওয়েস্ট-ইন্ডিজের মুখোমুুখি হবে। আসন্ন ওয়ানডে সিরিজের জন্য আজ (বৃহস্পতিবার) দল ঘোষণা করেছে বিসিবি। আফগান সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাঈম শেখ ও নাহিদ রানা। প্রথমবার ওয়ানডেতে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন।
এ ছাড়া ওয়ানডে স্কোয়াডে ডাকা হয়েছে ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকারকে। এর আগে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে থাকলেও ভিসা জটিলতায় তার যাওয়া হয়নি। চলতি বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছেন সৌম্য। ম‚লত এশিয়া কাপের মাঝে চোটের কারণে লিটন দাস ছিটকে পড়ায় দুয়ার খুলে গেছে এই বাঁ-হাতি ব্যাটারের। আফগান সিরিজের পর ক্যারিবীয়দের সঙ্গেও ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না লিটনের।
এদিকে, গত বিপিএল থেকে ব্যাটিং পারফরম্যান্স দিয়ে সবার নজর কেড়েছিলেন অঙ্কন। অল্প সময় পরই জাতীয় দলেও তিনি ডাক পেয়ে যান। যদিও এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে কেবল একটি ম্যাচ খেলা হয়ছে ডানহাতি মিডল-অর্ডার ব্যাটারের। গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অঙ্কনের অভিষেক হয়। এরপর আর কোনো ফরম্যাটে তাকে দেখা যায়নি। ২৬ বছর বয়সী এই ব্যাটার এবার ডাক পেলেন ওয়ানডেতে।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮, ২১ ও ২৩ অক্টোবর। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। এরপর দুই দল টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো ২৭, ২৯ ও ৩১ অক্টোবর মাঠে গড়াবে।
  ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড
  মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, শামিম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
হৃদয়বান মানুষ হতে বই পড়ার বিকল্প নেই : ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া
জীবনের বাকি সময়টা নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই-হাজী ইয়াছিন
হাফেজ কল্যাণ সমিতির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় হাফেজ সম্মেলন
অর্থের চাইতে মানুষের আস্থা আমার কাছে অনেক বড় : হাসনাত আব্দুল্লাহ
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুরাদনগরে কায়কোবাদের ৫০০ বার কুরআন খতম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ধানের শীষ নিয়েই নির্বাচনের ঘোষণা হাজী ইয়াছিনের
কুমিল্লায় মক্কা হসপিটালের শুভ উদ্বোধন
নোয়াখালী পদুয়া দায়রা শরীফের ওরছ আমাগী ১৪ থেকে ১৬ ডিসেম্বর
জীবনের বাকি সময়টা নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই-হাজী ইয়াছিন
খালেদা জিয়াকে লন্ডনে নিতে আসছে জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২