প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১২:৩৮ এএম |
কুমিল্লা সদরের পলাতক সাবেক এমপি বাহাউদ্দিন বাহার এখন মালয়েশিয়ায়। একটি ব্যাপ্টিস্ট চার্চের সামনে হোন্ডা কোম্পানীর প্রাইভেটকারে ওঠার সময় তাকে দেখা গেছে। এসময় তার স্ত্রী মেহেরুন্নেছা বাহারও সাথে ছিলেন।
ভারতে তীব্র বিক্ষোভের আশঙ্কার পর তিনি স্বপরিবারে ভারত ছাড়েন। তার মেঝো মেয়ে দুবাই এবং অব্যাপতিপ্রাপ্ত সাবেক মেয়র তাহসীন বাহার লন্ডন হয়ে আমেরিকার ওয়াশিংটনে রয়েছেন বলে জানা গেছে।
মালয়েশিয়ার একটি শহরে একটি ব্যাপ্টিস্ট চার্চের সামনে একটি কালো রঙের প্রাইভেটকারে উঠার সময় তাকে ও তার স্ত্রীকে দেখা যাওয়ার ভিডিও সোস্যাল মিডিয়া ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটি বুধবার পোস্ট করা হয়। বেশ কয়েকটি নিউজ প্রোফাইলেও ভিডিওটি দেখা গেছে। এসময় ভিডিও ধারণকারী একজনকে বলতে শোনা গেছে- ‘বহু রাঘব বোয়াল এখন মালয়েশিয়া। বুকিতবিনতাংয়ে অনেককে পাওয়া যাবে।’
উল্লেখ্য. ভারতে পলাতক আওয়ামী সরকারের
সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি
করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাকে গত ২৪ আগস্ট আটকের একরাত পর ভারতের কলকাতা
পুলিশ ছেড়ে দেয় বলে খবর বের হয়। মবের আশঙ্কায় তাদের আটক করা হয়। এরপরই তাদের ভারত ছাড়ার নানা গুন্জন উঠে। তার মেয়ে তাহসীন বাহার সূচি আমেরিকার ওয়াশিংটনের যাওয়ার খবর চাউর হয়। তবে এখবরের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায় নি। মেঝ মেয়ে আইমান বাহার দুবাইতে পাড়ি জমান।
কুমিল্লায় অ্যাডভোকেট আবুল কালাম আজাদ হত্যাকাণ্ডের ঘটনায় কুমিল্লা সদর আসনের সাবেক এমপি বাহাউদ্দিন বাহারসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট আদালতে গৃহীত হয়েছে। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।