নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় বিদেশি পিস্তল, গুলি ইয়াবাসহ একাধিক মামলার দুই
আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে কুমিল্লা
সদর উপজেলার ভাটকেশ^র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা
হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- ভাটকেশ^র এলাকার মোঃ জসিমের ছেলে রিয়াদ
হোসেন (২৯) এবং তার সহযোগী কার্তিকপুর গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে মামুন
মিয়া (২৯। এর মধ্যে রিয়াদের বিরুদ্ধে ১৮টি এবং মামুনের বিরুদ্ধে ৭টি মামলা
রয়েছে বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ সিপিপি-২ কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।
তিনি
বলেন, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২একটি
বিশেষ আভিযানিক দল কুমিল্লাসদর উপজেলারভাটকেশ্বর এলাকায়
বিশেষঅভিযানপরিচালনাকরে।অভিযানে১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩
রাউন্ড গুলিসহ ইয়াবা ও বিয়ারউদ্ধার করাহয়। এসময় একাধিক মামলার এজাহারনামীয় ও
ওয়ারেন্টভূক্ত অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মোঃ রিয়াদ হোসেনও
তার সহযোগী মোঃ মামুন মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব জানায়,
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত রিয়াদ একাধিক মামলায় অভিযুক্ত
অস্ত্রধারী সন্ত্রাসী । পাশর্^বর্তী দেশ ভারত থেকে অস্ত্র ও মাদক সংগ্রহ
করে কুমিল্লার বিভিন্ন স্থানে অস্ত্র ও মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি ও
খুচরা মূল্যে বিক্রি করে আসছে। এসব কাজে তার প্রধান সহযোগী হিসেবে তাকে
সহায়তা করে আসছে মামুন মিয়া। অস্ত্র ও মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান
অব্যাহত থাকবে। গ্রেফতার দু’জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন
রয়েছে।
