কুমিল্লার
দেবিদ্বারে কয়েলের আগুনে এক প্রবাসীর বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার
(৮ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার ধামতি উত্তর পাড়ায় সৌদি প্রবাসী
মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার
ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয় স‚ত্রে জানা যায়, প্রবাসী
জাহাঙ্গীর আলমের মা জাহানারা বেগম ঘরে একা ঘুমিয়ে ছিলেন। শেষরাতের দিকে
হঠাৎ ঘরে আগুন লেগে গেলে তিনি চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন ছুটে
এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল
সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই পুরো ঘর ও ভেতরের
আসবাবপত্র, পোশাক, টাকা-পয়সাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
জাহাঙ্গীর
আলমের ভাতিজা জাবেদ খান জানান, ‘দাদী একাই ঘরে ছিলেন। ঠিক কীভাবে আগুনের
স‚ত্রপাত হয়েছে তা নিশ্চিত না হলেও ধারণা করা হচ্ছে কয়েলের আগুন থেকেই
অগ্নিকাÐের স‚ত্রপাত হয়। আগুন ও ধোঁয়ার কারণে কিছুই ঘর থেকে বের করা সম্ভব
হয়নি।
এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল
ইসলাম বলেন, ‘অগ্নিকাÐের খবর পেয়ে ঘটনাস্থলের খোঁজ নেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে।
