কুমিল্লা,
৮ অক্টোবর ২০২৫ ক্রীড়ামোদী জনতার সরব উপস্থিতিতে অশোকতলা যুব সমাজের
উদ্যোগে আয়োজিত ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা আজ
অনুষ্ঠিত হয়েছে। টানটান উত্তেজনায় ভরপুর ফাইনালে অশোকতলা সেভেন স্টার ৪-১
গোল ব্যবধানে বলরামপুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন
করে।
প্রথমার্ধ থেকেই সেভেন স্টার নান্দিক খেলা উপহার দেয়। তাদের
টেকনিক্যাল ও টিম স্পিরিট প্রশংসনীয় ছিল। বলরামপুর একাদশ অনেক চেষ্টার পরও
একমাত্র একটি গোল করতে সক্ষম হয়। অপরদিকে সেভেন স্টার তাদের দারুণ ফিনিশিং
এবং আক্রমণে করে ৪টি অসাধারণ গোল, যার মাধ্যমে তারা টাইফেকারে বিজয় নিশ্চিত
করে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির
সভাপতি উদবাতুল বারি আবু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা
বিএনপি সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম),
কুমিল্লা
সহ-সভাপতি ক্লাব আলহাজ্ব ফারুক আহমেদ, মহানগর যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক
রিয়াজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির
সভাপতি আশিকুর রহমান আশিক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জয়নাল আবেদীন বাবলু।
খেলা
শেষে বিজয়ী বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ । এই
টুর্নামেন্টের আয়োজক ছিল অশোকতলা যুব সমাজ, যারা এলাকার তরুণ প্রজন্মকে
খেলাধুলার মাধ্যমে গঠনমূলক কাজে যুক্ত করতে নিয়মিত কাজ করে যাচ্ছে।
