বুধবার ৮ অক্টোবর ২০২৫
২৩ আশ্বিন ১৪৩২
ইনজুরি সত্তে¡ও ফ্রান্স দলে ডাক পেলেন এমবাপে
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১২:০৮ এএম আপডেট: ০৮.১০.২০২৫ ১২:২৯ এএম |




  ইনজুরি সত্তে¡ও ফ্রান্স দলে ডাক পেলেন এমবাপে

রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপে হালকা গোড়ালির চোট পেলেও জাতীয় দলে যোগ দিচ্ছেন। স্প্যানিশ লা লিগা ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়ালের ৩-১ জয়ের ম্যাচে ইনজুরির শিকার হন তিনি। ফ্রান্স ফুটবল ফেডারেশনের মেডিকেল টিম এখন তার অবস্থা মূল্যায়ন করবে তিনি ফ্রান্স দলের সঙ্গে থাকবেন নাকি মাদ্রিদে ফিরে পুনর্বাসন চালিয়ে যাবেন, তা সেখানেই ঠিক হবে।
রিয়ালেরই আরেক খেলোয়াড়, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোও ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে হালকা হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন, তবে তিনিও আর্জেন্টিনা দলে যোগ দেবেন মেডিকেল পর্যবেক্ষণের জন্য।
অন্যদিকে, উরুগুয়ের তারকা মিডফিল্ডার ফেডেরিকো ভালভার্দে জাতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন না। উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসার সঙ্গে চুক্তি অনুযায়ী তিনি এই আন্তর্জাতিক বিরতিতে মাদ্রিদেই থাকবেন।
সাম্প্রতিক সময়ে ভালভার্দে কঠিন এক সপ্তাহ পার করেছেন। তাকে রাইট ব্যাক ডিফেন্ডার হিসেবে খেলানো হয় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে এর আগে তিনি বাধ্য হয়ে এক বিবৃতিতে জানাতে হয়েছিল যে, তিনি কখনও অবস্থান বদলে খেলতে অস্বীকার করেননি।
রিয়ালের কোচ জাবি আলোনসো ম্যাচ শেষে বলেন, ‘এই মুহূর্তে এমবাপের কিছু অস্বস্তি আছে। জাতীয় দল তার অবস্থা দেখবে। আমরা আশা করছি এটা গুরুতর কিছু নয়, তবে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।’
ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে ৮১ মিনিটে গোল করেন এমবাপে এটি ছিল টানা নবম ম্যাচে তার গোল, যা তার ক্যারিয়ারের দীর্ঘতম স্কোরিং রেকর্ড। দুই মিনিট পরই চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি।
ফ্রান্স আগামী শুক্রবার আজারবাইজান ও ১৩ অক্টোবর আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে।
অন্যদিকে, ১৮ বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো যিনি রিয়ালের হয়ে দুর্দান্ত সূচনা করেছেন আর্জেন্টিনা দলে যোগ দেবেন যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য।
রিয়ালের আরও বেশ কয়েকজন খেলোয়াড় আন্তর্জাতিক দায়িত্বে গেছেন ডিন হুইজেন, থিবো কুর্তোয়া, ডেভিড আলাবা, ভিনিসিয়ুস জুনিয়র, এডার মিলিতাও, রদ্রিগো, এদুয়ার্দো কামাভিঙ্গা, আরদা গুলের, ব্রাহিম দিয়াজ ও গনসালো গার্সিয়া।
অন্যদিকে, ইংল্যান্ড দলে না থাকায় জুদ বেলিংহামসহ অরেলিয়ান চুয়ামেনি, ফ্রান গার্সিয়া, আলভারো কারেরাস, রাউল আসেনসিও, আন্দ্রে লুনিন, এন্দ্রিক ও ভালভার্দে আন্তর্জাতিক বিরতিতে ভ্যালদেবেবাসে থেকে অনুশীলন করবেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নির্বাচনে নিরপেক্ষতা ও শান্তি নিশ্চিত করবে পুলিশ - কুমিল্লার পুলিশ সুপার
মেঘনায় চাঁদাবাজদের হামলায় ৩ নৌপুলিশ আহত, আটক ২
বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্বে আসিফ আকবর
সুদের কারবারি বোরহান আটক
দেবিদ্বারে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় আজ দিনভর গ্যাস সরবরাহ বন্ধ
কুমিল্লায় দলিল লেখককে আটকের ৫ ঘন্টা পর ছেড়ে দিলো পুলিশ
কুমিল্লায় গুলিবিদ্ধ সেই ব্যবসায়ীর মৃত্যু
কিশোর গ্যাংয়ের হামলায় আহত যুবকের মৃত্যু
দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুমন গ্রেপ্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২