কুমিল্লা
শহরসহ আশপাশের এলাকায় আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৮টা থেকে রাত ৮টা
পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাখরাবাদ গ্যাস
ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক বিমল চন্দ্র দেবনাথ।
জানা
গেছে, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন নন্দনপুর
ডিআরএস এলাকায় গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই
সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।এর ফলে কুমিল্লা শহর, বিসিক শিল্প এলাকা এবং
আশপাশের বিভিন্ন অঞ্চলে গ্যাস সরবরাহ সারাদিন বন্ধ থাকবে। এতে ভোক্তাদের
কিছুটা ভোগান্তি হলেও মেরামত শেষে পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে
বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।একদিনের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিক
দুঃখ প্রকাশ করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
পেট্রোবাংলার
অধীনস্থ এই প্রতিষ্ঠানটি কুমিল্লা ও আশেপাশের জেলাগুলোতে দীর্ঘদিন ধরে
গ্যাস সরবরাহ করে আসছে। জরুরি শাটডাউন সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ইতোমধ্যে
দৈনিক কুমিল্লার কাগজ ও দৈনিক যুগান্তর-এ প্রকাশ করা হয়েছে।