কুমিল্লার
দেবিদ্বারে এক গৃহবধ‚কে ধর্ষণের অভিযোগে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর যৌথ
অভিযানে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাদের আদালতের
মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, চান্দিনা পৌর এলাকার
বেলাশ্বর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আবুল কালাম (৩০) এবং দেবিদ্বার
উপজেলার সুলতানপুর ইউনিয়নের সানারপাড় পশ্চিমপাড়া মেম্বার বাড়ির মৃত হারুন
অর রশিদের ছেলে মো. আমির হোসেন রাজু (২৯)। পুলিশ জানায়, সোমবার গভীর রাতে
চান্দিনা ও দেবিদ্বারের নিজ নিজ বাড়ি থেকে যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা
হয়। মামলার এজাহার স‚ত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে ভুক্তভোগী গৃহবধ‚র
বিয়ে হয়। আসামিরা তার স্বামীর প‚র্বপরিচিত ছিলেন। গত ১ অক্টোবর রাতে
স্বামীর অনুপস্থিতিতে আবুল কালাম ঘরে ঢুকে প্রথমে গৃহবধ‚কে ধর্ষণের চেষ্টা
করে ব্যর্থ হয়। পরদিন (২ অক্টোবর) রাতে রাজু ও কালাম মিলে ওই গৃহবধ‚র
বাড়িতে আবার যায়। সেখানে গিয়ে স্বামীকে খাবার আনতে দোকানে পাঠিয়ে দেয়। এ
সুযোগে তারা পালাক্রমে গৃহবধ‚কে ধর্ষণ করে। লজ্জা ও ভয় থেকে ভুক্তভোগী
বিষয়টি প্রথমে গোপন রাখলেও পরে বান্ধবীর মাধ্যমে ঘটনাটি প্রকাশ পায়। পরে ৪
অক্টোবর সে চান্দিনা সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দেয়।
দেবিদ্বার থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মঈনুদ্দিন আহমেদ জানান, অভিযোগের ভিত্তিতে
সেনা ও পুলিশ বাহিনীর যৌথ অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে
ঘটনার সত্যতা পাওয়ায় মঙ্গলবার বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়।