নিজস্ব
প্রতিবেদক।। কুমিল্লার সদর দক্ষিণ শ্রীবল্লভপুর এলাকায় সন্ত্রাসীদের
গুলিতে গুলিবিদ্ধ হয়ে মোঃ দিদার (৩৫) নামে এক মুদি ব্যবসায়ী চিকিৎসাধীন
অবস্থায় মারা গিয়েছেন। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত ৩০ সেপ্টেম্বর সদর দক্ষিণ নিজ
গ্রাম শ্রীবল্লভপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে তিনি আহত হোন। দিদার
শ্রীবল্লভপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
পরিবারের স‚ত্র জানা যায়,
মৃত্যু প‚র্বে চিকিৎসাধীন অবস্থায় দিদার অভিযোগ করে গেছেন একই এলাকার
বাসিন্দা ফজল মিয়া আগ্নেয়াস্ত্র দিয়ে তার পিঠে গুলি করে পালিয়ে যায়।
বর্তমানে সে পলাতক রয়েছেন। তার সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত ছিলেন।
পরিবারের
অভিযোগ, গত ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে সদর দক্ষিণ উপজেলার ২৬ নম্বর
ওয়ার্ডের শ্রীবল্লভপুর এলাকায় নিজের দোকানের পাশে অবস্থানকালে প‚র্ব
শত্রুতার জেরে একই এলাকার বাসিন্দা ফজল মিয়া আগ্নেয়াস্ত্র দিয়ে দিদারের
পিঠে গুলি করে পালিয়ে যায়।
পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা গুলিবিদ্ধ
অবস্থায় প্রথমে প্রথমে কুমিল্লার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। পরে
অবস্থার অবনতি হলে ১ অক্টোবর রাত ১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে স্থানীয়দের ভাষ্যমতে, মুদি
ব্যবসায়ী দিদার পাশাপাশি দীর্ঘদিন ধরে ্যাবের সোর্স হিসেবে কর্মরত ছিলেন।
বিভিন্ন অপরাধ কর্মকাÐে জড়িতদের বিভিন্ন তথ্য দিয়ে র্যাবকে সহযোগিতা
করতেন।
এ বিষয়ে র্যাব ১১, সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান
ইবনে আলম বলেন, দিদার গুলিবিদ্ধ হয়েছেন এবং তিনি মৃত্যুর আগেই বেশ কয়েকজনের
নাম বলে গিয়েছেন। আমরা মামলার অপেক্ষায় রয়েছি পরিবারের পক্ষ থেকে থানায়
মামলা হওয়ার পর ্যাব আসামিদের গ্রেপ্তারে কাজ করবে।
সদর দক্ষিণ থানার
ওসি রফিকুল ইসলাম, গুলিতে ৩০ সেপ্টেম্বর রাতে দিদার গুলিবিদ্ধ হওয়ার পর
তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ
সোমবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার পরিবারের পক্ষ থেকে
মামলার প্রস্তুতি রয়েছে। আমরা সার্বক্ষণিক পরিবারের সঙ্গেযোগাযোগ রাখছি।
মামলা হওয়ার পর অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতারের কাজ করবে। তবে আলোচনায় থাকা
অভিযুক্ত ফজল মিয়াকে খুঁজছে পুলিশ।