বুধবার ৮ অক্টোবর ২০২৫
২৩ আশ্বিন ১৪৩২
নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা
নির্বাচনে নিরপেক্ষতা ও শান্তি নিশ্চিত করবে পুলিশ - কুমিল্লার পুলিশ সুপার
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১২:২২ এএম আপডেট: ০৮.১০.২০২৫ ১২:৩১ এএম |




নির্বাচনে নিরপেক্ষতা ও শান্তি  নিশ্চিত করবে পুলিশ - কুমিল্লার পুলিশ সুপারনির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে কুমিল্লা জেলা পুলিশ। মঙ্গলবার ০৭ অক্টোবর সকালে কুমিল্লা জেলা পুলিশ লাইনস মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এটি ছিল চতুর্থ পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান। আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, কুমিল্লার কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোঃ ফারুক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুলিশ বাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষার ম‚ল স্তম্ভ। নির্বাচনকালীন সময়ে পুলিশের ভ‚মিকা অত্যন্ত গুরুত্বপ‚র্ণ। নিরপেক্ষ ও শান্তিপ‚র্ণ নির্বাচন অনুষ্ঠানে পুলিশের পেশাদারিত্ব, দক্ষতা এবং দায়িত্বশীলতা সবচেয়ে বড় বিষয়। এ প্রশিক্ষণ কর্মশালা সেই লক্ষ্যেই আয়োজন করা হয়েছে, যাতে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকালে প্রতিটি সদস্য আরও আত্মবিশ্বাসী হয়ে কাজ করতে পারেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, আজকের এই প্রশিক্ষণ কর্মশালার ম‚ল উদ্দেশ্য হলো নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের পেশাদারিত্ব, দক্ষতা ও দায়িত্ববোধ আরও সুদৃঢ় করা। নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপ‚র্ণ আয়োজন, যেখানে পুলিশের ভ‚মিকা নিরপেক্ষতা, শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করা। আমাদের দায়িত্ব হলো ভোটার, প্রার্থী এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল পক্ষের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখা। এজন্য প্রতিটি পুলিশ সদস্যকে আইন, আচরণবিধি এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচনী সময়ে কোনো গুজব, অপপ্রচার বা উস্কানিম‚লক ঘটনার প্রতি পুলিশকে হতে হবে সর্বোচ্চ সতর্ক। আমাদের প্রতিটি সদস্যকে পরিস্থিতি বিবেচনা করে দ্রæত ও আইনানুগ পদক্ষেপ নিতে হবে। মনে রাখতে হবে, জনগণের নিরাপত্তায় আমাদের প্রথম অগ্রাধিকার। আমরা সকলে চাই এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা মাঠ পর্যায়ে আরও দক্ষ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল হয়ে উঠবেন। আমাদের লক্ষ্য একটাই নির্বাচন হবে শান্তিপ‚র্ণ, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য।’
এছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের নির্বাচনী আচরণবিধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সংবেদনশীল কেন্দ্রসম‚হে নিরাপত্তা ব্যবস্থা, ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে সমন্বয়, যোগাযোগ ও রিপোর্টিং ব্যবস্থাপনা, নির্বাচনকালে ভিড় নিয়ন্ত্রণ কৌশল, পাশাপাশি জনগণের সঙ্গে শালীন আচরণের বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন প্রধান অতিথি ও কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নির্বাচনে নিরপেক্ষতা ও শান্তি নিশ্চিত করবে পুলিশ - কুমিল্লার পুলিশ সুপার
মেঘনায় চাঁদাবাজদের হামলায় ৩ নৌপুলিশ আহত, আটক ২
বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্বে আসিফ আকবর
সুদের কারবারি বোরহান আটক
দেবিদ্বারে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় আজ দিনভর গ্যাস সরবরাহ বন্ধ
কুমিল্লায় দলিল লেখককে আটকের ৫ ঘন্টা পর ছেড়ে দিলো পুলিশ
কুমিল্লায় গুলিবিদ্ধ সেই ব্যবসায়ীর মৃত্যু
কিশোর গ্যাংয়ের হামলায় আহত যুবকের মৃত্যু
দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুমন গ্রেপ্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২